For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমান্তে বড় নাশকতার ছক, পাকিস্তানের সেনা-জঙ্গি মিলে ভারতকে আক্রমণের ফন্দি এঁটেছে

সীমান্তে ফের একবার বড়সড় গোলমাল পাকানোর চেষ্টা করছে পাকিস্তান সরকার।

  • |
Google Oneindia Bengali News

সীমান্তে ফের একবার বড়সড় গোলমাল পাকানোর চেষ্টা করছে পাকিস্তান। সেটা হচ্ছে সরকারের জ্ঞাতসারে। আর সেজন্যই পাকিস্তানি সেনা ১০০ জন বিশেষ কম্যান্ডোকে লাইন অফ কন্ট্রোলে মোতায়েন করেছে। জানা গিয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সীমান্তের ওপারে ১০০ জন স্পেশাল সার্ভিসেস গ্রুপ বা এসএসসির কম্যান্ডো পাকিস্তান মোতায়েন করেছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানানো হয়েছে ভারতীয় সেনার উপর হামলা চালাতে এই এতজনকে নিয়োগ করেছে। যদিও ভারতীয় সেনা সীমান্তে কড়া প্রহরায় রয়েছে।

নজর রয়েছে সেনার

নজর রয়েছে সেনার

প্রত্যেকটি অঞ্চলের গতিবিধি ভারতীয় সেনা খতিয়ে দেখছে। জানা গিয়েছে, জঈশ-ই-মহম্মদ ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানি সেনা সীমান্তে গোলমাল পাকানোর চেষ্টা করছে। পাকিস্তানি সেনার সঙ্গে রয়েছে জঙ্গিরাও। যার ফলে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘনের ঘটনা অনেক বেড়ে গিয়েছে।

আফগান জেহাদিদের কাজে লাগানোর ছক

আফগান জেহাদিদের কাজে লাগানোর ছক

কিছুদিন আগেই ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে খবর এসেছিল, জঙ্গিরা ১২ জন আফগান জেহাদির একটি দল তৈরি করেছে। এবং তারা ভারতীয়দের টার্গেট করছে। গত সপ্তাহে জঈশ প্রধান মাসুদ আজহারের ভাই রউফ আজহার বাহাওয়ালপুরে জঙ্গিদের সঙ্গে গোপন বৈঠক করেছে। এবং ভারতের বিরুদ্ধে যাতে নাশকতা ছড়ানো যায় সেজন্য তাদের উদ্বুদ্ধ করা হয়েছে।

কাজে লাগানোর চেষ্টা রোহিঙ্গাদেরও

কাজে লাগানোর চেষ্টা রোহিঙ্গাদেরও

কয়েকদিন আগে এটাও ইন্টেলিজেন্সের কাছে খবর এসেছে যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ভারতে পরপর বোমা বিস্ফোরণের ছক কষছে। বিশেষ সূত্রে বলা হয়েছে, জঈশ জঙ্গিরা রোহিঙ্গাদের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছে। রোহিঙ্গা মুসলিমদের মাথায় ভারত বিরোধিতার বীজ বপন করে তাদের দিয়ে হামলার চেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের এক্ষেত্রে টার্গেট করা হয়েছে। তাদের মগজ ধোলাই করে ভারতের বিরুদ্ধে হিংসা ছড়ানোর ফন্দি আঁটা হচ্ছে।

English summary
100 SSG commandos are put on border by Pakistan to attack India, says intelligence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X