For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে উৎসব উদযাপন করে ভারতে পা রাখতেই ১০০ পূণ্যার্থী করোনা পজিটিভ

পাকিস্তানে উৎসব উদযাপন করে ভারতে পা রাখতেই ১০০ পূণ্যার্থী করোনা পজিটিভ

  • |
Google Oneindia Bengali News

করোনার দ্বিতীয় স্রোতের প্রথমের দিক থেকে পাঞ্জাব ভয়াবহভাবে করোনায় বিপর্যস্ত হয়। এদিকে, সেই পাঞ্জাবে সদ্য সমাপ্ত হয়েছে বৈশাখী অনুষ্ঠান। শুধু ভারতের শিখ ধর্মাবলম্বীরাই নন, এই উৎসবে মেতেছিলেন পাকিস্তানের শিখ ধর্মাবলম্বীরাও। সেই উৎসব সমাপ্তির পর থেকেই এল উদ্বেগের সংবাদ।

আক্রান্ত ১০০

আক্রান্ত ১০০

বৈশাখী উৎসব উদযাপন করতে পাঞ্জাবের ১০০ জন গিয়েছিলেন পাকিস্তানে। এরপর সেখানে অনুষ্ঠান সেরে ফেরার পর আট্টারি ওয়াঘা সীমান্তে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়। সেই টেস্টেই দেখা যায় ১০০ জন পূণ্যার্থীর দেহে মিলেছে করোনার সংক্রমণ।

সীমান্তে কোভিড হানা

সীমান্তে কোভিড হানা

আট্টারি ওয়াঘা সীমান্তে স্থানীয় স্বাস্থ্য দফতরের অফিসাররা বলছে, এখনও পর্যন্ত সীমান্তে সংগঠতি অ্যান্টিজেন টেস্টে মোট ৩০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের কোভিড হাসপাতালে রাখা হবে নাকি কোয়ারেন্টাইন সেন্টারে, সেবিষয়ে সিদ্ধান্ত এখনও বাকি।

পাকিস্তানে গিয়েছিলেন কতজন?

পাকিস্তানে গিয়েছিলেন কতজন?

প্রসঙ্গত, পাকিস্তানে ৮০০ জন পূণ্যার্থী গিয়েছিলেন। বৈশাখী উপলক্ষ্যে তাঁরা পাকিস্তানে পা রাখেন। এই ঘটনা ১২ এপ্রিলের। তাঁরা পাকিস্তানে যাওয়ার আগেই কোভিড পজিটিভ হন বলে জানা গিয়েছে। পূণ্যার্থীদের ১০ দিনের ভিসা দেওয়া হয় পাকিস্তানের হাইকমিশনের তরফে। যাতে তাঁরা পাকিস্তানে গিয়ে বিভিন্ন শিখ তীর্থভূমি ঘুরে দেখতে পারেন।

পাকিস্তানে কী পরিস্থিতি?

পাকিস্তানে কী পরিস্থিতি?

এদিকে, পাকিস্তান জানিয়েছে আগামী ২ সপ্তাহের জন্য সেদেশে ভারত থেকে পর্যটকরা যেতে পারবেন না। নেপথ্যে রয়েছে ভারতে করোনার বিধ্বংসী দ্বিতীয় স্রোত। যার জেরে গত ২৪ ঘণ্টায় দেশে করোনার আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গিয়েছে।

English summary
100 Sikh Pilgrims from Punjab who visited Pakistan for Baisakhi tested corona positive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X