For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০টি পে অথবা ফ্রি চ্যানেল কীভাবে বাছবেন! নিয়মে কী বলল ট্রাই

কেবল হোক অথবা ডিটিএইচ পরিষেবা, টেলিভিশন রেগুলেটরি অথোরিটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০০টি পে চ্যানেলের জন্য মাসে মাত্র ১৫৩.৪০ টাকা দিতে হবে।

  • |
Google Oneindia Bengali News

কেবল হোক অথবা ডিটিএইচ পরিষেবা, টেলিভিশন রেগুলেটরি অথোরিটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০০টি পে চ্যানেলের জন্য মাসে মাত্র ১৫৩.৪০ টাকা দিতে হবে। তার মধ্যে জিএসটি ধরা থাকবে। ট্রাইয়ের নিয়ম অনুযায়ী গ্রাহকরা এই ১০০টি চ্যানেল বেছে নিতে পারবেন। নতুন সিস্টেম চালু করতে হবে ১ ফেব্রুয়ারির মধ্যে।

১০০টি পে অথবা ফ্রি চ্যানেল কীভাবে বাছবেন! নিয়মে কী বলল ট্রাই

ট্রাইয়ের নিয়মানুযায়ী বেস প্যাকেজে এইচডি চ্যানেল নেই। যদিও কোথাও কোথাও বলা হচ্ছে, দুটি এসডি চ্যানেলের বদলে একটি এইচডি চ্যানেল বাছা যাবে। তবে তা সার্ভিস প্রোভাইডারের সঙ্গে কথা বলে জেনে নিতে হবে।

ট্রাই চ্যানেলের দাম সর্বোচ্চ ১৯ টাকা পর্যন্ত রেখেছে। একসঙ্গে থাকা চ্যানেলই বাছতে হবে, এমন কোনও ব্যাপার নেই বলেও ট্রাই জানিয়েছে। অর্থাৎ গ্রাহকের নিজেদের প্যাক বাছার সুযোগ থাকছে। পরিষেবা প্রদানকারী অপারেটরদের সঙ্গে কথা বলে তা ঠিক করে নিতে হবে।

ট্রাই জানিয়েছে কেবল বা ডিটিএইচের ৯৯৯ নম্বর চ্যানেলে গ্রাহকদের এই সম্পর্কিত তথ্য দেখাতে হবে। অন্য চ্যানেলেও গোটা বিষয়টি জানিয়ে গ্রাহকদের অবগত করতে হবে বলে ট্রাই জানিয়েছে।

English summary
100 pay or free TV channels for Rs 153/month, says Trai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X