For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাবলিঘি জামাতের নামে ছত্তিশগড়ে আটক ১৫৯ জনের মধ্যে অধিকাংশই হিন্দু, একঘরে করার অভিযোগ

তাবলিঘি জামাতে ছত্তিশগড়ের ১৫৯ জনের মধ্যে অধিকাংশই হিন্দু, একঘরে করার অভিযোগ

Google Oneindia Bengali News

ছত্তিশগড় সরকার গত সপ্তাহেই দিল্লির তাবলিঘি জামাত যোগে ১৫৯ জনকে কোয়ারান্টাইনে পাঠিয়েছে, তাদের মধ্যেই অধিকাংশই হিন্দু বলে জানা গিয়েছে। ফলে ছত্তিশগড় সরকারের বিরুদ্ধে অন্য অভিযোগ উঠতে শুরু করেছে।

অধিকাংশ হিন্দু

অধিকাংশ হিন্দু

নাম প্রকাশে অনিচ্ছুক দু'‌জন সরকারি অফিসার এ বিষয়ে জানিয়েছেন যে ১৫৯ জনের মধ্যে ১০০ জনের ওপর হিন্দু রয়েছে। মার্চের মাঝখানে দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া ১৫৯ জনের নামের তালিকা তৈরি করেছে, সেই তালিকাতেই এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। কিন্তু রায়পুরের কালেক্টর এস ভারতী দাসান ও স্বরাষ্ট্রমন্ত্রকের মুখ্য সচিব সুব্রত সাহু জানিয়েচেন যে এ ধরনের কোনও তালিকা জারি করা হয়নি।

মোবাইল ফোনের লোকেশন সনাক্ত করে তালিকা

মোবাইল ফোনের লোকেশন সনাক্ত করে তালিকা

তবে রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক বলেন, ‘‌মার্চে নিজামুদ্দিন এলাকায় তাবলিঘি জামাতে ধর্মীয় সমাবেশে যোগ দেওয়া মানুষদের তালিকা তৈরি হয়েছে মোবাইল ফোনের লোকেশন সনাক্ত করে।'‌ এটি প্রত্যেকটি জেলার মুখ্য মেডিক্যাল অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে পরবর্তী পদক্ষেপের জন্য। এই ১৫৯ জন নয়তো বাড়িতে অথবা সরকারের আইসোলেশন কেন্দ্রে কোয়ারান্টাইনে রয়েছে। ৩১ মার্চ ও ১ এপ্রিলের মধ্যে তাদের কোয়ারান্টাইনে পাঠানো হয়।

জোর করে কোয়ারান্টাইনে রাখা হয়েছে

জোর করে কোয়ারান্টাইনে রাখা হয়েছে

১৫৯ জনের মধ্যে কিছুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সকলেই জামাতের ধর্মীয় সভায় যোগ দেয়নি বলে জানায়। তারা অভিযোগ করে জানিয়েছে যে তাদের জোর করে কোয়ারান্টাইনে রাখা হয়েছে এবং তাদের সামাজিকভাবে একঘরে করে দেওয়া হয়েছে, কারণ তাদের সঙ্গে তাবলিঘি যোগ আছে। নিজামুদ্দিনে বিদেশি সহ ৩ হাজার জন জমায়েত হয়েছিল বলে জানা গিয়েছে।

প্রতীকী ছবি

English summary
At least two government officials, who didn’t want to be named, told ThePrint that of the 159, over 100 are Hindus.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X