For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম আক্রান্তের ১০০ দিন পরে নতুন আক্রান্ত মাত্র ১, দেশে সুস্থ রাজ্যগুলির মধ্যে অন্যতম কেরল

প্রথম আক্রান্তের ১০০ দিন পরে কেরলে নতুন করে এক ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শুক্রবার কেরল সরকারের তরফে জানানো হয়েছে, নতুন করে একজনের সংক্রমণের কথা।

Google Oneindia Bengali News

প্রথম আক্রান্তের ১০০ দিন পরে কেরলে নতুন করে এক ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শুক্রবার কেরল সরকারের তরফে জানানো হয়েছে, নতুন করে একজনের সংক্রমণের কথা। অন্যদিকে ১০ জন আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গিয়েছে।

করোনা মানেই আতঙ্ক নয়, একসঙ্গে হাওড়ার হাসপাতাল থেকে মুক্ত ৩৬ জনকরোনা মানেই আতঙ্ক নয়, একসঙ্গে হাওড়ার হাসপাতাল থেকে মুক্ত ৩৬ জন

সুস্থতার দিক থেকে সব থেকে এগিয়ে কেরল

সুস্থতার দিক থেকে সব থেকে এগিয়ে কেরল

কেরলে আক্রান্তের সংখ্যা ৫০৩। এঁদের মধ্যে এখন মাত্র ১৬ জন করোনা সক্রিয় রোগী রয়েছেন। বাকি, প্রায় ৯৭ শতাংশ রোগ থেকে মুক্ত হয়েছেন। অন্য দিকে মারা গিয়েছেন ৪ জন। একমাস আগে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৩০০ জন। সেখানে বুধবার আক্রান্তের সংখ্যা ৩০ জন। রাজ্যে এখন হটস্পটের সংখ্যা মাত্র ৩৩ জন।

নতুন আক্রান্ত এর্নাকুলামের বাসিন্দা

নতুন আক্রান্ত এর্নাকুলামের বাসিন্দা

নতুন যে ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন, তিনি এর্নাকুলামের বাসিন্দা। তামিলনাড়ুর চেন্নাইতে যাওয়ার ইতিহাস রয়েছে তাঁর। এছাড়াও ওই ব্যক্তির অন্য অসুস্থতাও রয়েছে। জানিয়েছেন মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন।
শুক্রবার ছিল কেরলে আক্রান্ত হওয়ার ১০০ দিন। ৩০ জানুয়ারি কেরলে ত্রিসুরে ভারতের প্রথম আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। এরপর মার্চের দ্বিতীয় সপ্তাহে কেরলে সেকেন্ড ওয়েভ শুরু হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এর দুমাস পরে কেরলের সংক্রণের কার্ভ প্রায় সমান হয়েছে।

নজরদারি থামবে না

নজরদারি থামবে না

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেরলে নজরদারি থামবে না। কেননা বিদেশ থেকে প্রবাসীদের আসা শুরু হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন তাতে থার্ড ওয়েভ শুরু হয়ে যেতে পারে কেরলে।

করোনা মোকাবিলায় কেরল

করোনা মোকাবিলায় কেরল

কেরলে ২০১৫৭ জন নজরদারিতে রয়েছেন। এঁদের মধ্যে হাসপাতালে রয়েছেন ৩৪৭ জন। অন্যদিকে ৩৫৮৫৬ জনের স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ৩৫,৩৫৫ জনের স্যাম্পেল নেগেটিভ এসেছে। জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

English summary
100 days after its first reported COVID-19 case, Kerala says it has only one new infection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X