For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তোলাবাজিতেই ১০০ কোটি! অভিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে দিল্লিতে তলব শরদের, তদন্তের পথে শিবসেনা

তোলাবাজিতেই ১০০ কোটি! অভিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে দিল্লিতে তলব শরদের, তদন্তের পথে শিবসেনা

  • |
Google Oneindia Bengali News

স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে ঘুষ ও তোলবাজির অভিযোগ ওঠার পরেই তীব্র অস্বস্তিতে মহারাষ্ট্রের শিবসেমা-এনসিপি জোট সরকার। সূত্রের খবর, স্বারাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে অনিল দেশমুখকে। শিবসেনা ও শরদ পওয়ারের দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) জোটের তরফে এমনটাই চাওয়া হচ্ছে বলে খবর।

কাদের ডেকে পাঠালেন শিবসেনা প্রধান ?

কাদের ডেকে পাঠালেন শিবসেনা প্রধান ?

যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রবিবার জোট সরকারে থাকা দলের বরিষ্ঠ মন্ত্রীদের রবিবারই দিল্লিতে তলব করেছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। ডাকা পড়েছে উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার এবং এনসিপি-র রাজ্য সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জয়ন্ত পাটিলেরও। একইসঙ্গে কথা বলার জন্য ডাকা হয়েছে অভিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকেও।

 তোলাবাজি করেই মাসে ১০০ কোটি ?

তোলাবাজি করেই মাসে ১০০ কোটি ?

এদিকে সম্প্রতি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ তোলাবাজি করে মাসে ১০০ কোটি টাকা ঘরে তুলতে চেয়েছিলেন বলে দাবি করলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিংহ। এদিকে মুকেশ আম্বানীর বাড়ির সামনে থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনার পরেই কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে পরমবীরকে কমিশনারের পদ থেকে সরিয়েছে মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার। খাঁড়া নেমেছে অম্বানী কাণ্ডে ধৃত অনিল ঘনিষ্ঠ পুলিশ অফিসার সচিন ওয়াজের উপরেও।

 চাপের মুখে মহারাষ্ট্রে জোট সরকার

চাপের মুখে মহারাষ্ট্রে জোট সরকার

অন্যদিকে অম্বানী কাণ্ডে ব্যবহৃত গাড়ির মালিক মনসুখ হিরেনের মৃত্যু রহস্যের তদন্তের ভারও ইতিমধ্যে এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে। তারপর পর থেকেই এই ঘটনায় নিত্যনতুন মোড় দেখা যাচ্ছে। কিন্তু তাতে যে ক্রমেই চাপ বাড়ছে মহারাষ্ট্রের জোট সরকারের উপর তা বলাই বাহুল্য। অন্যদিকে রবিবার রাতেই দিল্লিতে গিয়ে শরদ পাওয়ার সঙ্গে এই বিষয়ে কথা বললেন বলে জানান শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

 গুরুতর বিষয়, পর্যালোচনা দরকার! বার্তা সঞ্জয় রাউতের

গুরুতর বিষয়, পর্যালোচনা দরকার! বার্তা সঞ্জয় রাউতের

ঘটনার গুরুত্ব পর্যালোচনা করে সঞ্জয় বলেন, "কোনও মন্ত্রীর বিরুদ্ধেই এমন অভিযোগ ওঠা উচিত নয়। এটি যথেষ্ট গুরুতর বিষয়। শুরু থেকেই ঘটনাক্রম খতিয়ে দেখার সময় এসে গিয়েছে। আমি আজই দিল্লিতে গিয়ে শরদ পওয়ারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। শরদই পাওয়ারই পারবেন এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে। " অন্যদিকে, রবিবার সকালেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিংহের বিরুদ্ধে পাল্টা মামলার পথে হাঁটার হুমকি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

বৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যেই অস্বস্তিকর গরম, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরেবৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যেই অস্বস্তিকর গরম, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

English summary
Maharashtra Home Minister Anil Deshmukh summoned to Delhi by Sharad Pawarafter removal of Mumbai Police Commissioner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X