For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দশ বছর হলে একাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে ও পরিচালনা করতে পারবে নাবালকরা : আরবিআই

Google Oneindia Bengali News

দশ বছর হলে একাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে ও পরিচালনা করতে পারবে নাবালকরা : আরবিআই
মুম্বই, ৭ মে : ছোট বলে আর আটকে রাখা যাবে না। এবার থেকে দশ বছরের গন্ডি পেরোলেই ছোটরা নিজেদের সেভিংস অ্যাকাউন্ট খুলতেও পারবে এবং তা পরিচালনাও করতে পারবে। আর্থিক অন্তর্ভূক্তিতে উৎসাহ দিতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মঙ্গলবার জানিয়ে দিল ১০ বছরের বেশি বয়সের নাবালক এবার কারোর সাহায্য ছাড়াই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুলতে ও চালাতে পারবে। বর্তমান নিয়ম অনুযায়ী ১৮ বছরের কম বয়সী হলেই তাকে নাবালক বলে গণ্য করা হবে।

এর পাশাপাশি, ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম,ডেবিট কার্ড, চেকবুকের মতো অতিরিক্ত সুযোগ-সুবিধা নাবালক অ্যাকাউন্ট হোল্ডারদের দিতে বলা হয়েছে আরবিআই-এর তরফে। ওই নাবালক অ্যাকাউন্ট হোল্ডাররা নিজের অ্যাকাউন্ট থেকে সবচেয়ে বেশি কত টাকা তুলতে পারবে তার পরিমান নির্ধারণ করতে পারবে ব্যাঙ্ক। আরবিআই-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এছাড়াও এই ধরণের অ্যাকাউন্ট খোলার জন্য নাবালকদের কাছ থেকে কী কী ধরণের তথ্য নেওয়া হবে তাও ঠিক করতে পারবে ব্যাঙ্কই।

অন্য একটি বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম পরিমাণ অর্থ না থাকলেও ব্যাঙ্ক ভারসাম্য বজায় রাখার জন্য কোনও আলাদা অতিরিক্ত কোনও চার্জ চাপানো যাবে না। যে অ্যাকাউন্টে ২ বছর কোনও ধরণের লেনদেন হবে না এ নিয়ম শুধু সেই অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির তরফে জানানো হয়েছে আরবিআই-এর আর্থিক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হবে।

English summary
10-year-olds can open and operate bank account alone: RBI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X