For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডাকাতি করে ধৃত গাজিয়াবাদের ২ জাতীয় স্তরের কাবাডি খেলোয়াড়

গাজিয়াবাদে দুই জাতীয় স্তরের কবাডি খেলোয়াড়সহ ১০ ডাকাত গ্রেফতার হল।

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থানার জালে ধরা পড় ১০ ডাকাতের একটি দল। তাদের মধ্যে আবার দুজন অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের কবাডিও খেলতেন বলে জানা গিয়েছে। গাজিয়াবাদের আপার গঙ্গা ক্যানাল অঞ্চলে তারা ১০টি গাড়ি ডাকাতি করেছিল। তারপর ক্যানালের ধারে বসে মদ্যপান করে। ক্যানালে জলে সাঁতার কাটে। সেই সময়ই পুলিশ তাদের গ্রেফতার করে।

ডাকাতি করে ধৃত গাজিয়াবাদের ২ জাতীয় স্তরের কাবাডি খেলোয়ার

যে ১০টি গাড়ি তারা হাতিয়েছিল তার প্রত্যেকটিই উদ্ধার করা গিয়েছে। এছাড়া তাদের প্রত্যেকের কাছ থেকে চারটে করে মোবাইল ফোন মিলেছে। পুলিশ বেশ কিছু আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে। এরমধ্যে একটি বিদেশী পিস্তল, সাতটা দেশী পিস্তল, বেশ কিছু তাজা কার্তুজ ছিল। এছাড়াও বহুমূল্যের অলঙ্কারও উদ্ধার হয়েছে।

গাজিয়াবাদের এসএসপি বৈভব কৃষ্ণা জানিয়েছেন, '১০ জন ডাকাতের একটি দল নিওয়ারি পুলিশের হাতে ধরা পড়েছে। আটক ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার করে নিয়েছে। তাদের মধ্যে গাজিয়াবাদের শিকরোদের বাসিন্দা প্রশান্ত এবং সুমিতও আছেন। দুজনেই একসময় অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে কবাডি খেলতেন।'

English summary
10 robbers including 2 national level Kabaddi players has been arrested in Ghaziabad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X