For Quick Alerts
For Daily Alerts
ছত্তিশগড়ে রুদ্ধশ্বাস এনকাউন্টারে নিকেশ ১০ মাওবাদী, উদ্ধার অস্ত্রসস্ত্র
ছত্তিশগড়ের বীজাপুরে এত রুদ্ধশ্বাস এনকাউন্টারে নিকেশ করা হয় ১০ জন মাওবাদীকে। এদিন বেলা ১১ টা নাগাদ বীজাপুরের ভাইরামগড়ে স্পেশ্যাল টাস্ক ফোর্স ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের যুগ্ম অপরেশনে এই এনকাউন্টার চলে।

পুলিশের তরফে জানানো হয়েছে ভাইরামগড়ের এনকাউন্টারে এখনও পর্যন্ত ১০ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। মৃতদের কাছ থেকে ১১ টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এখনও বাকি মাওবাদীদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। জানা গিয়েছে, ইন্দ্রাবতী নদীর তীরে চলেছে এই গুলির লড়াই।
এর আগে, ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী সিআরপিএফ লড়াইয়ে এক মহিলার মৃত্যু হয়।আহত হন আরও একজন। পরবর্তীকালে জানা যায়, ভুয়ো এনকাউন্টারে মৃত্যু বয়োই মহিলার। মৃত মহিলা মাওবাদী নন, বলেই দাবি স্থানীয়দের। যদিও এ নিয়ে রয়েছে বিতর্ক।