For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একটাও আসন না জিতেও সিকিমে দল বদলের জেরে বিজেপি হল প্রধান বিরোধী দল

উত্তর-পূর্ব ভারতে আরও শিকড় মজবুত করছে ভারতীয় জনতা পার্টি। যে রাজ্যে গত বিধানসভা নির্বাচনেও একজন বিধায়ক ছিল না, রাতারাতি সেখানে বিধায়কের সংখ্যা ১০-এ পৌঁছে গেল বিজেপির।

  • |
Google Oneindia Bengali News

উত্তর-পূর্ব ভারতে আরও শিকড় মজবুত করে ফেলল ভারতীয় জনতা পার্টি। যে রাজ্যে গত বিধানসভা নির্বাচনেও একজন বিধায়ক ছিল না, রাতারাতি সেখানে বিধায়কের সংখ্যা ১০-এ পৌঁছে গেল বিজেপির। এবছরই লোকসভা ভোটের সময় বিধানসভা ভোট হয় সিকিমে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর হেরে যায় সিকিম ডেমোক্র্যাটিক পার্টি। মুখ্যমন্ত্রী পদে দুই দশকের বেশি সময় থাকা পবন চামলিংকে সরে যেতে হয়।

পবন চামলিংয়ে দলে ধস নামিয়ে সিকিমে ১০ বিধায়ক দল বদলে বিজেপিতে

ক্ষমতায় আসে সিকিম ক্রান্তি মোর্চা। এখনও সরকারে রয়েছে তাঁরাই। তবে বিজেপি শূন্য থেকে ১০ বিধায়কে পৌঁছে গিয়েছে রাতারাতি। কারণ এসডিএফ এর দশজন বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন দিল্লিতে বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা ও অন্যতম সাধারণ সম্পাদক রাম মাধবের উপস্থিতিতে তাঁরা বিজেপিতে যোগ দেন।

এর ফলে ১৫ থেকে কমে ৫ বিধায়কে নেমে এল এসডিএফ। বিজেপি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দলের মর্যাদা পেয়ে গেল।

সিকিমই উত্তর-পূর্ব ভারতের একমাত্র রাজ্য যেখানে বিজেপি সরাসরি অথবা জোট করে সরকারে ছিল না। তবে এখন যা অবস্থা তাতে বিজেপি সিকিমেও দান উল্টে দিতে পারে যেকোনও সময়।

৩২ বিধানসভার সিকিমে ২০১৯ সালের নির্বাচনে সিকিম ক্রান্তিকারী মোর্চা ১৭টি আসন পেয়েছে। এসডিএফ পেয়েছিল ১৫টি আসন। বিজেপি শূন্য। তবে এদিনের পর বিজেপি ১০টি ও এসডিএফের পাঁচটি আসন রইল রাজ্য বিধানসভায়।

[আরও পড়ুন:অনুব্রত মণ্ডলকে ঘিরেই এবার কাটমানি বিক্ষোভ! খাসতালুকে 'চাঞ্চল্য'][আরও পড়ুন:অনুব্রত মণ্ডলকে ঘিরেই এবার কাটমানি বিক্ষোভ! খাসতালুকে 'চাঞ্চল্য']

English summary
MLAs of Sikkim Democratic Front join BJP, 10 MLAs of Sikkim Democratic Front join BJP in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X