For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপের দেওয়া প্রধান ১০ প্রতিশ্রুতির তালিকা: এবার পূরণ করার পালা

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি : ঝড়ে পরা পদ্ম ঝেঁটিয়ে বিদায় করে এবার দিল্লির সিংহাসনে বসতে তৈরি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। প্রাথমিক পরীক্ষায় পাস করে গেলেও আপের আসল পরীক্ষা কিন্তু এবারই শুরু হতে চলেছে। ভোটের প্রচারে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল আপ এবার তা পূরণ করার পালা।

আপের দেওয়া প্রধান ১০ প্রতিশ্রুতির তালিকা: এবার পূরণ করার পালা

আপের দেওয়া প্রধান ১০ প্রতিশ্রুতির তালিকা তুলে ধরা হল

১. দিল্লি জনলোকপাল বিল - ক্ষমতায় আসলে দিল্লির জন লোকপাল বিল আনার সমস্যার সমাধান করা।
২. স্বরাজ বিল - মানুষের শক্তি বাড়াতে স্বরাজ বিল আনার প্রতিশ্রুতিও দিয়েছে আপ।
৩. দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা - দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য জোর দেবে আপ। এর ফলে ডিডিএ, এমসিডি, দিল্লি পুলিশ সব নির্বাচিত দিল্লি সরকারের অধীনে আসবে।
৪.বিদ্যুতের বিল অর্ধেক হয়ে যাবে - আপ ক্যাগকে জানাবে ডিসকমের অডিটের জন্য, এবং তাদের বোঝাবে খরচকে বাড়িয়ে চড়িয়ে দেখাচ্ছে সংস্থা, এবং বিদ্যুতের বিল কমিয়ে অর্ধেক করা হবে।
৫. ডিসকমের বহনযোগ্যতা - আপের প্রতিশ্রুতি বিদ্য়ুৎ সরবরাহকারী সংস্থাকে বাছতে পারবে উপভোক্তা। এর ফলে বাজারে কম মূল্যে উন্নত পরিষেবা দেওয়ার প্রতিযোগিতা আসবে।
৬. বিনামূল্যে জল - প্রত্যেক গৃহস্থে মাসিক ২০,০০০ লিটার জল বিনামূল্যে দেওয়া হবে। ২০,০০০ লিটার পেরিয়ে গেলে পুরো দাম দিতে হবে। বার্ষিক ১০ শতাংশ দামবৃদ্ধি তুলে দেওয়া হবে। দামবৃদ্ধি বিবেচনা সাপেক্ষ।
৭. যমুনার পুনরুজ্জীবন - দিল্লি এর বিশাল নর্দমা নেটওয়ার্কের মাধ্যমে নিকাশী এবং নতুন কার্যকরী নিকাশী এর নির্মাণ করার ১০০ শতাংশ প্রতিশ্রুতি
৮. সাধারণের জন্য শৌচাগার - শহরের বস্তি এলাকায় ১.৫ লক্ষ শৌচাগার তৈরি করা হবে, যার মধ্যে সাধাণের জন্য রাস্তায় ৫০,০০০ শৌচাগার তৈরি করা হবে। আর ১ লক্ষ মহিলাদের জন্য।
৯. নয়া স্কুল ও কলেজ - ৫০০ টি নতুন স্কুল এবং শহরের উপকন্ঠে ২০ টি কলেজ তৈরি করা হবে। স্কুলের ফি পরিকাঠানো এবং হিসাব অনলাইনে প্রকাশিত করে বেসরকারি স্কুলের ফি-ও নিয়ন্ত্রণ করা হবে। ক্যাপিটেশন ফি তুলে দেওয়া হবে।
১০. ই-গভর্ন্যান্স ও স্মার্ট সিটি - সমস্ত সরকারি পরিষেবা এবং ফর্ম ওয়েবসাইটে, এবং সেলফোনে পাওয়া যাবে। সরকারি প্রকল্পের তথ্য, কাজের গতিবিধি, হিসাব এবং কর্মী অনলাইনে দিয়ে দেওয়া হবে। শহরে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেওয়া হবে। ডিটিসি বাস, বাস স্ট্যান্ডে অপরাধ ঠেকাতে ১০,০০০ সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।

English summary
10 key promises AAP has made to people of Delhi, now its time to fulfill it
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X