For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে মৃত ১০, দায় মানতে নারাজ 'আপ' সরকার

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর : একদিকে দিল্লিতে যখন চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে তখন দিল্লি সরকার এবং কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার একে অন্যের ঘাড়ে দায় চাপাতেই ব্যস্ত। রাজধানী দিল্লিতে এখনও পর্যন্ত চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

এক সপ্তাহের বেশি সময় ধরে দিল্লিতে চিকুনগুনিয়ায় প্রভাবে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। সরকারি হাসপাতাল গুলিতে এই রোগে আক্রান্ত বহু মানুষের চিকিৎসার জন্য গেলেও সেখানে পর্যাপ্ত সুবিধা না মেলার অভিযোগ উঠেছে।

দিল্লিতে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে মৃত ১০, দায় মানতে নারাজ 'আপ' সরকার

দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি এই বোঝা নিজেদের ঘাড়ে না নিয়ে দোষ চাপাতে ব্যস্ত কেন্দ্রের উপর। অন্যদিকে বিজেপি-র পক্ষ থেকে দিল্লির এই অবস্থার জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেই দায়ী করে তাঁর পদত্যাগের দাবি করেন। এই অবস্থায় দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ।

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়ে সাধারণত কোন রোগীর মৃত্যু হয় না। তবে যদি চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগী একই সঙ্গে অন্য কোনও রোগে আক্রান্ত হয় তাহলে মৃত্যুর সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।

English summary
10 Chikungunya Deaths In Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X