For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনার কম্পিউটারে যেকোনও সময় নজরদারি চালাবে কেন্দ্র, জারি নয়া নির্দেশিকা

আপনি দেশের যে প্রান্তেই থাকুন না কেন, আপনার কম্পিউটারে যেকোনও সময় নজরদারি চালাতে পারে কেন্দ্র।

  • |
Google Oneindia Bengali News

আপনি দেশের যে প্রান্তেই থাকুন না কেন, আপনার কম্পিউটারে যেকোনও সময় নজরদারি চালাতে পারে কেন্দ্র। দেশের দশটি কেন্দ্রীয় সংস্থাকে এই নজরদারি চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে। এমনই নির্দেশ জারি করেছে কেন্দ্র।

আপনার কম্পিউটারে যেকোনও সময় নজরদারি চালাবে কেন্দ্র, জারি নয়া নির্দেশিকা

ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি), সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), নারকোটিকস কন্ট্রোল বোর্ড, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স, দিল্লি কমিশনার অব পুলিশ এবং ডিরেক্টরেট অব সিগনাল ইন্টেলিজেন্স এই নজরদারি চালাবে।

এতদিন মোবাইল বা ইমেলের মাধ্যমে চালাচালি করা ডেটার ওপরে নজরদারি চালাত কেন্দ্রীয় সংস্থাগুলি। কেন্দ্রের এক নির্দেশিকায় এবার ব্যক্তিগত কম্পিউটারের তথ্যও আর ব্যক্তিগত রইল না।

[আরও পড়ুন:মোদী সরকার গোয়েন্দাগিরি চালাচ্ছে কম্পিউটারে, মমতা ডাক দিলেন জনমত গঠনের][আরও পড়ুন:মোদী সরকার গোয়েন্দাগিরি চালাচ্ছে কম্পিউটারে, মমতা ডাক দিলেন জনমত গঠনের]

শুধু নজরদারিই নয়, খতিয়ে দেখা ও কম্পিউটার প্রয়োজনে বাজেয়াপ্ত করা হতে পারে। প্রত্যেক নাগরিক এই কাজে সাহায্য করতে বাধ্য। অন্যথায় কারাবাসের বিধানও রয়েছে বলে জানা গিয়েছে।

English summary
10 central agencies authorised to snoop on any computer anytime
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X