For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-জিনপিংয়ের বৈঠক ঘিরে চরম নিরাপত্তা বেষ্টনী তামিলনাড়ুতে, মোতায়েন ১০ হাজার পুলিসকর্মী

শুক্রবার তামিলনাড়ুর মাল্লাপুরমে মুখোমুখি হত চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট জিনপিং।

Google Oneindia Bengali News

শুক্রবার তামিলনাড়ুর মাল্লাপুরমে মুখোমুখি হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই রাষ্ট্রনেতার বৈঠক ঘিরে এখন চরম নিরাপত্তা তামিলনাড়ুতে। তামিলনাড়ুর মাল্লাপুরবে নিরাপত্তায় বহাল করা হয়েছে ১০,০০০ পুলিসকর্মী। বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা।

 নিরাপত্তায় বহাল বিপুল পরিমান পুলিসকর্মী

নিরাপত্তায় বহাল বিপুল পরিমান পুলিসকর্মী

মাল্লাপুরমে বৈঠকে বসতে চলেছেন মোদী এবং শি জিনপিং। দুই রাষ্ট্রনেতার বৈঠক ঘিরে এখন চরম নিরাপত্তা মাল্লাপুরমে। ৩৪টি জায়গায় একাধিক অনুষ্ঠান হওয়ার কথা। সেই মতো সাজানো হয়েছে নিরাপত্তার বলয়। তামিলনাড়ুর ১০টি জেলার পুলিসকর্মীদের মাল্লাপুরমে নিেয় আসা হয়েেছ। ১০,০০০ পুলিসকর্মী মোতায়েন করা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে। বসানো হয়েছে ৫০০টি সিসিিটভি। পুরো নিরাপত্তা ব্যবস্থা তদারকির ভার দেওয়া হয়েছে ৯ জন আইএএস অফিসার এবং ৩৪ জন উচ্চ পদস্থ পুলিস আধিকারিকের উপর। তামিলনাড়ুর মুখ্যসচিব কে সানমুগায়াম নির্দেশিকা জারি করে তাঁদের দায়িত্ব ভাগ করে দিয়েছেন।

মাল্লাপুরমে কোন পথে পৌঁছবেন জিনপিং

মাল্লাপুরমে কোন পথে পৌঁছবেন জিনপিং

দুই রাষ্ট্রপ্রধান তামিলনাড়ুর মাল্লাপূরমে কোন পথে পৌঁছবেন তাঁর একটি সুষ্ঠু দিক নির্দেশও তৈরি করা হয়েছে। চেন্নাই বিমানবন্দরের ৫ নম্বর গেট দিয়ে বেরোবেন রাষ্ট্রনেতা। সেখান থেকে জিনপিং পৌঁছবেন হোেটল ট্রিডেন্টে। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ চেন্নাই বিমানবন্দরে অবতরণ করার কথা জিনপিংয়ের। তাঁর হোেটলে পৌঁছনোরপথ সুগম করতে সকাল ১১টা থেকেই ঘুরিয়ে দেওয়া হবে ট্রাফিক। চেন্নাই বিমানবন্দর থেকে আইটিসি গ্র্যান্ড চোলা পর্যন্ত জিনপিংকে পাহারা দিেয় নিয়ে যাবে মোটরবাইক আরোহী পুিলসকর্মীরা। সেখান থেকে আদুর, সেলিনগরুল্লা, বঙ্গোপসাগরের উপকূল ধরে মাল্লাপূরম পৌঁছবেন তিনি।

চিনা নিরাপত্তারক্ষীরাও থাকবেন মোতায়েন

চিনা নিরাপত্তারক্ষীরাও থাকবেন মোতায়েন

চিনা প্রেসিডেন্টের সফরে সেদেশের নিরাপত্তারক্ষীরাও নজরদারি চালাবেন। তাঁরা আগে থেকেই ভারতে পৌঁছে যাবেন। এবং মাল্লাপুরমের নিরাপত্তা খতিয়ে দেখবেন। এমনকী জিনপিংয়ের সফরের নিরাপত্তায় থাকবেন তাঁরাও। রাজ্যপুলিসের সঙ্গে এসপিজি এবং চিনের নিরাপত্তাবাহিনীরাও নজরদারি চালাবেন।

শুরু হয়ে গিয়েছে তৎপরতা

শুরু হয়ে গিয়েছে তৎপরতা

তামিলনাড়ুর প্রায় ৫০০টি রাস্তায় আজ থেকেই শুরু হয়ে গিয়েছে বিশেষ ত‌ৎপরতা। চেন্নায় জুড়ে তৈরি হচ্ছে ব্যারিকেড। প্রায় ২৫০০ ব্যারিকেড তৈরি হয়ে গিয়েছে। চেন্নাইয়ের সব নামিদামি হোটেলে অতিথিরা আসতে শুরু করেছেন।

English summary
10,000 policemen and 500 CCTV cameras i‌n Chennai city to receive Xi Jinping
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X