For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে হাতির হত্যাকাণ্ডে বড় পদক্ষেপ পুলিশের! বিজয়নের টুইটের পরই গ্রেফতার ১

Google Oneindia Bengali News

কেরলে গর্ভবতী হাতির হত্যার সঙ্গে যুক্ত থাকা সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল কেরল পুলিশ। এমনটাই জানালেন কেরলের বনমন্ত্রী। প্রসঙ্গত, বৃহস্পতিবারই টুইট করে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছিলেন যে এই ঘটনার সঙ্গে যুক্ত তিন সন্দেহভাজনকে নজরে রাখছে পুলিশ।

আরও দুইজনের খোঁজ চলছে

আরও দুইজনের খোঁজ চলছে

কেরলের বন দফতরের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, বছর চল্লিশের যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সে ওই বিস্ফোরক সরবরাহ করেছিলো বলে অভিযোগ। পুলিশ বাকি সন্দেহভাজনদের সন্ধানেও চিরুণি তল্লাশি চালাচ্ছে।

পিনারাই বিজয়নের টুইট

পিনারাই বিজয়নের টুইট

এর আগে বৃহস্পতিবার বিকেলে পিনারাই বিজয়ন টুইট করে লেখেন, 'পলক্কড় জেলার এক মর্মান্তিক ঘটনায় এক গর্ভবতী হাতি তার প্রাণ হারিয়েছে। আপনারা অনেকেই একথা আমাদের জানিয়েছেন। আমি আপনাদের আশ্বস্ত করছি আপনাদের উদ্বেগ ব্যর্থ হবে না।'

অন্তঃসত্ত্বা হাতিকে বাজি ভর্তি আনারস খাইয়ে হত্যা

অন্তঃসত্ত্বা হাতিকে বাজি ভর্তি আনারস খাইয়ে হত্যা

গত ২৭শে মে অন্তঃসত্ত্বা হাতিকে বাজি ভর্তি আনারস খাইয়ে হত্যা করেছিল কেরলের পাল্লাকর জেলার একটি গ্রামের বাসিন্দারা। মুখে বাজি ফেটে যাওয়ার পর যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গর্ভবতী হাতিটি প্রথমে নদীতে নেমে যায়। পড়ে সেখানেই মৃত্যু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই তুমুল শোরগোল পড়েছে।

আরও একটি হাতির নৃশংসভাবে হত্যা

আরও একটি হাতির নৃশংসভাবে হত্যা

এদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতে প্রায় মাস খানেক আগে ঘটে যাওয়া আরও একটি হাতির নৃশংসভাবে হত্যাকাণ্ডের কথা সামনে এল। ঘটনাটি ঘটে কেরলের কোল্লাম জেলায়। সূত্রের খবর, খাবার খেতে গিয়ে মুখের মধ্যে শব্দ বাজী ফেটে যায় ওই হাতির। এতে তার চোয়ালও ভেঙে যায়। পরে সে মারা যায়।

<strong>লাদাখের গালওয়ান উপত্যকায় চরমে উত্তেজনা! ভারত-চিন সেনার মধ্যে দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার</strong>লাদাখের গালওয়ান উপত্যকায় চরমে উত্তেজনা! ভারত-চিন সেনার মধ্যে দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার

English summary
1 suspect in kerala elephant murder case arrested by kerala police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X