For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিনে আক্রান্ত ১ লক্ষ ২৬ হাজার! করোনা ঢেউয়ে প্রতিদিনই নতুন রেকর্ডে ভাসছে ভারত

Google Oneindia Bengali News

বুধবার রাতে মহারাষ্ট্রে একদিনে প্রায় ৬০ হাজার করোনা সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই আশঙ্কা দেখা দিয়েছিল যে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ফের একবার এক লক্ষের গণ্ডি ছাড়াতে চলেছে। সেই আশঙ্কা সত্যি করে নয়া রেকর্ড গড়ল ভারত। জানা গিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ২৬ হাজার জন করোনা আক্রান্ত হয়েছে। এদিকে এরই মধ্যে করোনা ভ্যাকসিন নিয়ে রাজ্য-কেন্দ্র টানাপোড়েন চরমে উঠেছে।

করোনায় আক্রান্ত ১ লক্ষ ২৬ হাজার ৭৮৯ জন

করোনায় আক্রান্ত ১ লক্ষ ২৬ হাজার ৭৮৯ জন

জানা গিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৭৮৯ জন। এর জেরে দেশে একম মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৫ হাজার ২১। এদিকে দেশের যাবতীয় চিন্তা বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের করোনা আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ৯০৭ জন। মোট আক্রান্তের নিরিখে এরপরই রয়েছে কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের মতো দক্ষিণী রাজ্যগুলি।

কোন রাজ্যে আক্রান্ত কত?

কোন রাজ্যে আক্রান্ত কত?

গত ২৪ ঘণ্টায় ছত্তিশগড়ে করোনা আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩১০ জন। কর্ণাটকে করোনা আক্রান্ত ৬ হাজার ৯৭৬ জন। উত্তপ্রদেশে করোনা আক্রান্ত ৬ হাজার ২৩ জন। দিল্লিতে করোনা আক্রান্ত ৫ হাজার ৫০৬ জন। মধ্যপ্রদেশে করোনা আক্রান্ত ৪ হাজার ৪৩ জন। গুজরাতে করোনা আক্রান্ত ৩ হাজার ৫৭৫ জন। কেরলে আক্রান্ত ৩ হাজার ৫০২ জন। তামিলনাড়ুতে আক্রান্ত ৩ হাজার ৯৮৬ জন। পাঞ্জাবে আক্রান্ত ২ হাজার ৯৯৭ জন। রাজস্থানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ৮০১ জন।

বাংলায় করোনা আক্রান্ত ২ হাজার ৩৯০ জন

বাংলায় করোনা আক্রান্ত ২ হাজার ৩৯০ জন

এদিকে রাজ্যে একদিকে যেমন পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, তেমন বেড়েছে মৃত্যুর সংখ্যা৷ চিকিৎসকদের বিভিন্ন অংশের আশঙ্কা, মানুষের মধ্যে যদি সচেতনতা বাড়ে তা হলে করোনায় মৃত্যুর হার কমানো সম্ভব হতে পারে। বুধবার, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন দু'হাজার ৩৯০ জন। ৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত এ রাজ্যে করোনায় মৃত্যুর হার ১.৭৩ শতাংশ। সুস্থতার হার ৯৬.১৩ শতাংশ।

রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ৬ এপ্রিল এরাজ্যে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল এ রাজ্যে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন দু'হাজার ৫৮ জন। গত ১ এপ্রিল এ রাজ্যে কোভিড-১৯-এ দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২ জন। গত ২ এপ্রিল এই মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছিল ৪ জন। গত ৩ এপ্রিল এ রাজ্যে কোভিড-১৯-এ দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে ৫ হলেও, গত ৪ এবং ৫ এপ্রিল এ রাজ্যে কোভিড-১৯-এ দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল চার।

কলকাতায় এক লাফে করোনা সংক্রমণ ছাড়িয়ে প্রায় দ্বিগুণ

কলকাতায় এক লাফে করোনা সংক্রমণ ছাড়িয়ে প্রায় দ্বিগুণ

অন্যদিকে কলকাতা শহরে এক লাফে করোনা সংক্রমণ ছাড়িয়ে প্রায় দ্বিগুণ। গতকাল কলকাতায় করোনা সংক্রমণ ছিল ৫৪২। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী এদিন কলকাতায় করোনা সংক্রমণের সংখ্যা প্রায় ১১০০ ছাড়াল। সংক্রমিত এলাকার চিহ্নিত করে করোনা পরীক্ষা করার কথা জানিয়েছে কলকাতা পুরসভা৷ রাজ্যে এ দিন নতুন করে করোনা আক্রান্ত হন ২০৫৮ জন৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৯৮ হাজার৷ গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৮ জন৷

English summary
1 lakh 25 thousand infected with coronavirus across India in last 24 hours creating a new record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X