For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিশ্রুতি ছিল বছরে ১ কোটি চাকরির! প্রধানমন্ত্রীকে কটাক্ষ কংগ্রেসের

প্রতিশ্রুতি ছিল বছরে ১ কোটি চাকরির! প্রধানমন্ত্রীকে কটাক্ষ কংগ্রেসের

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার মোদী সরকার আগামী দেড় বছরে ১০ লক্ষ শূন্যপদ পূরণের বড় ঘোষণা করেছে৷ এর পরই নতুন নিয়োগের ঘোষণা নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করল কংগ্রেস৷ ইতিমধ্যেই ন্যাশনাল হেরাল্ড কেস নিয়ে বিজেপির সঙ্গে লড়াই চলছে কংগ্রেসের৷ এবার চাকরি ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ল না কংগ্রেস৷ কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার অভিযোগ গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ কর্মসংস্থানের হারের সম্মুখীন হয়েছে ভারত। সুরজেওয়ালা আরও বলেন, যে ভারতের রুপি ডলার সাপেক্ষে সর্ব নিম্ন মাত্রা স্পর্শ করেছে৷

কত চাকরির ঘোষণা করল কেন্দ্র?

কত চাকরির ঘোষণা করল কেন্দ্র?

তিনি আরও যোগ করেছেন, 'দেশে আঠাশ লক্ষ সরকারি চাকরির শূন্যপদ রয়েছে। সে পদ পূরণের কথা না ভেবে সংবিধান ও গণতন্ত্রকে বুলডোজারের নিচে ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে বিজেপি। আর কতদিন প্রধানমন্ত্রী মোদী আমাদের টুইটার গেম দিয়ে বিভ্রান্ত করবেন। কংগ্রেস মুখপাত্র টুইটারে প্রশ্ন তোলেন, 'মোদী সরকারের প্রতিশ্রুতি ছিল বছরে দুই কোটি চাকরি দেওয়ার। আট বছরে ছয় কোটি চাকরি দেওয়ার কথা ছিল। এখন তারা বলছে ২০২৪ সালের মধ্যে মাত্র ১০ লাখ চাকরি দেওয়া হবে। শুধু সরকারি চাকরিতে ৬০ লাখ পদ খালি পড়ে আছে। কেন্দ্রীয় সরকারে ত্রিশ লক্ষ পদ শূন্য রয়েছে, এভাবে জুমলাবাজি (বিদ্রূপ) কতক্ষণ চলবে?'

চাকরির কথা বলেছেন বরুণ গান্ধীও!

চাকরির কথা বলেছেন বরুণ গান্ধীও!

দিল্লিতে কংগ্রেস পার্টির সদর দফতরের কাছে আটক হওয়ার কয়েক ঘন্টা আগেই এই পোস্ট করেন কংগ্রেস মুখপাত্র। যদিও রাহুল গান্ধীর নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে কংগ্রেস। অন্যদিকে বিজেপির লোকসভা সাংসদ বরুণ গান্ধীও বছরে দু' কোটি চাকরি পূরণের লক্ষ্য নিয়ে লিখেছেন। তিনি লিখেছেন, বেকার যুবকদের বেদনা ও হৃদয় বোঝার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ১ কোটিরও বেশি 'মঞ্জুরিকৃত শূন্যপদ' পূরণে অর্থপূর্ণ প্রচেষ্টা চালাতে হবে। ২ কোটি চাকরি প্রদানের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। প্রতি বছর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দ্রুত গতিতে পদক্ষেপ নিতে হবে।

মোদীর প্রশংসায় কী বললেন অমিত শাহ?

মোদীর প্রশংসায় কী বললেন অমিত শাহ?

মঙ্গলবারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে মোদী, সমস্ত বিভাগ এবং মন্ত্রকের মানব সম্পদের অবস্থা পর্যালোচনা করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে সরকার আগামী দেড় বছরে মিশন মোডে ১০ লক্ষ লোক নিয়োগ করবে। সমালোচকরা বলেছে যে ২০২৪ সালের জাতীয় নির্বাচনের দিকে নজর রেখেই এই ঘোষণা করা হয়৷ পাশাপাশি এদিন প্রধানমন্তৃরী কার্যালয়ের পক্ষ থেকে, অমিত শাহ এবং রাজনাথ সিং সহ বেশ কয়েকজন মন্ত্রীর প্রশংসা করা হয়েছে৷ অন্যদিকে মোদী প্রশংসা করপ টুইটে শাহ বলেছেন, নতুন ভারতের ভিত্তি হল এর যুবশক্তি। তাদের ক্ষমতায়নের জন্য, প্রধানমন্ত্রী মোদী অবিরাম কাজ করছেন। দেড় বছরে সমস্ত সরকারী দপ্তর এবং মন্ত্রকগুলিতে একটি মিশন মোডে ১০ লক্ষ নিয়োগের জন্য প্রধানমন্ত্রী মোদীজির নির্দেশ নতুন আশা এবং আস্থা আনবে।'

পাশা উল্টে গেল! বিজেপি নয় চোরাস্রোত বইতে শুরু করেছে এবার শাসক দল তৃণমূলেইপাশা উল্টে গেল! বিজেপি নয় চোরাস্রোত বইতে শুরু করেছে এবার শাসক দল তৃণমূলেই

English summary
1 crore jobs a year was promised! The Prime Minister was taunted by the Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X