For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর নাম লেখা স্যুটের দর উঠল ১ কোটি, নিলাম নিয়ে কটাক্ষ তৃণমূলের

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি : গুজরাতের সুরাটে আজ নিলামে উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম লেখা (লম্বায়) স্যুটটি। আর সেই স্যুটের দর উঠল রীতিমতো ১ কোটি টাকা। সুরাটের এর ব্যবসায়ী সুরেশ আগরওয়াল এই দর হাঁকলেন।

আরও পড়ুন : মোদীর স্যুটে তাঁরই নাম, এক নয়, লাইন ধরে একাধিকবার!

নিলামে প্রথম দরটিই ওঠে সুরাটের রাজুভাই আগরওয়ালের তরফ থেকে ৫১ লক্ষ টাকা।

মোদীর নাম লেখা স্যুটের দর উঠল ১ কোটি, নিলাম নিয়ে কটাক্ষ তৃণমূলের

এই নিলাম আসলে 'গঙ্গা সাফাই অভিযান'-এর জন্য তহবিল নির্মানের জন্যই আয়োজন করা হয়েছিল। এই নিলামে নরেন্দ্র মোদী স্যুট ছাড়াও আরও এমন অনেক জিনিসই রয়েছে যা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে, বিভিন্ন অনুষ্ঠানে নরেন্দ্র মোদী উপহার পেয়েছেন।

আর নরেন্দ্র মোদীর এই স্যুট নিলাম নিয়ে কটাক্ষ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বক্তব্য, গঙ্গা পরিষ্কার ওসব বাজে কথা, আসলে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে কেন্দ্র।

তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন টুইট করে বলেন, "এটা ড্যামেজ কন্ট্রোল জন সংযোগ। গঙ্গা সাফাই অভিযানের কোনও যোগাযোগ নেই।"

কিন্তু কেন্দ্র কিসের ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তা নিয়ে অবশ্য পরিস্কার করে কিছুই বলেননি তৃণমূলের রাজ্যসভার এই সাংসদ। তৃণমূলের একাংশ আবার অভিযোগ তুলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি ১ কোটি ৮০ লক্ষ টাকায় বিক্রি হওয়ায় তখন অনেক প্রশ্ন তুলেছিলেন নরেন্দ্র মোদী। এবার কী বলবেন।

যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, দুটো পরিস্থিতিকে গুলিয়ে ফেলে ভুল করছে তৃণমূল। প্রথমত মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর মধ্যে অনেক তফাৎ আছে। তার উপরে সারদা কর্তাকে বিক্রি করা আর নিলামে দর ওঠার মধ্যেও আকাশ পাতাল তফাৎ রয়েছে। অতএব এই তুলনা টেনে নিজের পায়েই কুড়ুল মারছে তৃণমূল।

English summary
Surat man bids Rs 1 crore for PM Modi's pinstripe suit, TMC has taken a dig at the auction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X