করদাতাদের জন্য সুখবর! ২০১৯-২০২০ অর্থবর্ষের রিটার্ন ফাইলের সময়সীমা আরও একবার বাড়াল আয়কর দফতর
২০১৯-২০২০ অর্থবর্ষের রিটার্ন ফাইলের সময়সীমা আরও একদফা বাড়াল আয়কর দফতর। ৩০ নভেম্বর পর্যন্ত এই সময়সীমা বর্ধিত করার কথা জানানো হয়েছে শনিবার। আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তা মাথায় রেখে এই পরিবর্তন বলে জানানো হয়েছে। পাশাপাশি এই সিদ্ধান্ত করদাতাদের আরও ভাল জিনিস পরিকল্পনা করতে সহায়তা করবে বলেও জানাচ্ছে আয়কর দফতর।
২০২১-এর নির্বাচনে বিজেপির লক্ষ্য স্থির! মানুষের দুঃখ বোঝেন না নুসরত, বিস্ফোরক সৌমিত্র খান

বৃহস্পতিবার বিনিয়োগের সময় বর্ধিত করেছিল আয়কর দফতর
বৃহস্পতিবার আয়কর দফতরের তরফ থেকে, ২০১৯-২০২০ অর্থবর্ষের ট্যাক্স সেভিংস ইনভেস্টমেন্ট/পেমেন্টের জন্য সময়সীমা বর্ধিত করেছিল ৩১ জুলাই পর্যন্ত। ফলে করদাতারা ৩১ জুলাই পর্যন্ত ২০১৯-২০২০ সালের জন্য বিনিযোগ নিয়ে ছাড়ের দাবি করতে পারবেন।

বিভিন্ন ধারায় আকয়ক ছাড়
এই ছাড়া পাওয়া যাবে আয়কর আইনের বিভিন্ন ধারায়। যার মধ্যে ৮০ সি ধারায় এলআইসি, পিপিএফ, এনএসসির ছাড় পাওয়া যায়।

টিডিএস/টিসিএস সার্টিফিকেটের জন্য সময়সীমা ১৫ অগাস্ট
আয়কর বিভাগ টিডিএস/ টিসিএস-এর বিবৃতি প্রদানের ২০১৯-২০২০ অর্থবর্ষের জন্য সময়সীমা বাড়িয়ে ১৫ অগাস্ট করেছিল।

গতবারে রিভাইসড রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩১ জুলাই, ২০২০
গত সপ্তাহে কেন্দ্রের তরফে ২০১৮-২০১৯ অর্থবর্ষের জন্য আয়করের রিভাইসড রিটার্ন জমা দেওয়া সময়সীমা বাড়ায় ৩১ জুলাই পর্যন্ত।

সিবিডিটির ঘোষণা
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাস্কের তরফে জানানো হয়েছে, ২০১৯-২০২০ সালের অর্থবর্ষের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে ৩০ নভেম্বর ২০২০ পর্যন্ত। সেই কারণে আয়ের রিটার্ন যেগুলি ৩১ জুলাই এবং ৩১ অক্টোবর, ২০২০-তে জমা দেওয়ার প্রয়োজন ছিল তা জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।