ফিরে দেখা ২০২০: হুগলি জেলায় বছরের সেরা ঘটনাগুলি দেখে নিন এক ঝলকে
সাল ২০২০–তে চলেছে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের তাণ্ডব। বাদ পড়েনি পশ্চিমবঙ্গ। সেই সঙ্গে এ রাজ্যের হুগলি জেলাতেও মারণ ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছিল। তবে তার সঙ্গে আরও কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে এ রাজ্যে।


করোনা ভাইরাসের প্রকোপ
হুগলি জেলায় করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বাড়ছে। এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৮,৩১৫ জন, সুস্থ হয়ে উঠেছেন ২৭,০৭২ জন এবং মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৫৪ জনের। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন জারি করেছিলেন, সেই সময় লক্ষাধিক পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যের সঙ্গে এই জেলাতেও ফিরেছেন।

গোঘাটে খুন বিজেপি কর্মী
এ বছর হুগলি জেলার গোঘাটে খুন হন বিজেপি কর্মী এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা জেলায়। বিজেপি কর্মী খুনে অভিযোগের তীর ওঠে তৃণমূলের গুণ্ডাবাহিনীর দিকে। কর্মী খুনের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ দেখা যায় হুগলির বিভিন্ন অংশে।

জগদ্ধাত্রী পুজোয় বিধি–নিষেধ
এ বছর করোনা ভাইরাস সংক্রমণের কারণে ধুমধাম করে পালন হয়নি হুগলির চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো। দেখা মেলেনি চন্দননগরের ঐতিহ্যবাহী আলোকসজ্জাও। করোনা আতঙ্কে চোখে পড়েনি দর্শনারর্থীদের ভিড়। একই সঙ্গে কাঁধে চাপিয়ে জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জনের ওপরও ছিল প্রশাসনের বিধি নিষেধ।

লকেট চট্টোপাধ্যায়ের মিছিল
কৃষি বিলের সমর্থনে সিঙ্গুরে বিজেপি মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায় মিছিল করেন। পাশাপাশি স্পেশাল ট্রেনের দাবি নিয়ে অবরোধে ধুন্ধুমারের সৃষ্টি হয় হুগলিতে।

তারকেশ্বর মন্দির খুলল
লকডাউনের পাঁচমাস পর স্বাস্থ্যবিধি মেনে খোলা হয় তারকেশ্বর মন্দির। তবে গর্ভগৃহে প্রবেশ নিষেধ ভক্তদের।
ফিরে দেখা ২০২০: ১২ মাসে ১২টি খবর, যা বদলে দিয়েছে দেশের ভাগ্য