শুভেন্দুর রোড শো থেকে এবার 'গোলি মারো' স্লোগান! স্থানীয় যুব মোর্চা নেতা দিলেন কোন ব্যাখ্যা
কেটেছে মাত্র ২৪ ঘণ্টা। কলকাতায় গতকালই তৃণমূলের টালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত মিছিলে দেখা গিয়েছিল কয়েকজন যুবকের মুখে 'গোলি মারো' স্লোগান। এরপর আজ হুগলিতে বিজেপির রোড শোতে একই স্লোগান ঘিরে ফের বিতর্ক শুরু।


গোলি মারো স্লোগান
এদিন চন্দননগরে শুভেন্দুর রোড শোতে তাল কাটল 'গোলি মারো' স্লোগান। দিল্লির বুকে এর আগে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের মুখে এই বার্তা প্রথম শোনা যায়। তারপর বাংলার নির্বাচনে এই স্লোগান
পারদ চড়াচ্ছে। এদিন , হুগলিতে হুগলি যুব মোর্চার প্রেসিডেন্ট সুরেশ সাউ এই স্লোগান তুলে বলতে থাকেন, 'দেশকে গদ্দারকো , গোলি মারো...'। সঙ্গে সঙ্গেই চলতে থাকে 'হামসে যো টকরায়েগা , চুর চুর হো জায়েগা।'

ট্যাবলো থেকে মুহূর্তে কোন নির্দেশ আসে
এরপরই শুভেন্দু সহ বিজেপির তাবড় নেতাদের ট্যাবলো থেকে নির্দেশ আসতে থাকে এই স্লোগান বন্ধের। শুভেন্দু নিজে হাতে মাইক নেন। দিতে থাকেন নয়া স্লোগান। স্লোগান ওঠে,'তেলেনিপাড়ার ঘটনা ভুলছি না ভুলব না।' 'চন্দননগর অশান্ত কেন হয়েছিল জবাব চাই,জবাব দাও'। তৃণমূলকে টার্গেট করে মুহূর্তে পাল্টে যায় মিছিলের স্লোগান।

স্থানীয় যুব মোর্চার নেতার ব্যাখ্যা
এদিকে,স্থানীয় যুব মোর্চার নেতা সুরেশ সাউকে এমন স্লোগান দিতে দেখা যায়। তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই স্লোগান দেশের সেনাদের কথা ভেবে বলা হয়েছে। যাঁরা দেশে থেকে , দেশের বিরোধিতা করছেন, তাঁদের বিরুদ্ধে যেন সেনা ব্যবস্থা নেয়, সেই বার্তাই দেওয়া হয়েছে স্লোগানে। এই প্রসঙ্গে 'গদ্দার' মন্তব্যও স্লোগানে উঠে আসে।

বিজেপি থেকে তৃণমূলের কী প্রতিক্রিয়া?
এদিকে, তৃণমূলের তরফে কুণাল ঘোষ জানিয়েছেন, বিজেপির এটাই ট্র্যাডিশন। আর তৃণমূলের বড় মিছিলে এই স্লোগান কে কোথায় বলেছে, তা নিয়ে তাঁরা নজর রাখছেন। তৃণমূল মোটেও এই স্লোগানের সমর্থক নয়। তবে বিজেপি এই প্রসঙ্গে কী বলছে, সেদিকে তাঁদের নজর রয়েছে। এদিকে, বিজেপির তরফে শমীক ভট্টাচার্য সাফ জানান, বিজেপি কোনও মতেই এই স্লোগান সমর্থন করে না। তৃণমূলের 'গদ্দার', আর বিজেপি কাদের গদ্দার বলছে তার মধ্যে ফারাক রয়েছে। শমীক ভট্টাচার্য বলেন, যাঁরা দেশের সঙ্গে গদ্দারি করবেন, তাঁদের বিরোধিতা চিরকালই করবে বিজেপি।
শুভেন্দুকে বুঝে নেবেন মমতা! একুশের আগে রাজনীতির ময়দানে 'গেমপ্ল্যান’ পিকের