For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SPG-এর ঘেরাটোপে হাওড়া স্টেশন! রবি ঠাকুরের শান্তিনিকেতনেও দাঁড়াবে বন্দেভারত

SPG-এর ঘেরাটোপে হাওড়া স্টেশন! রবি ঠাকুরের শান্তিনিকেতনেও দাঁড়াবে বন্দেভারত

  • |
Google Oneindia Bengali News

আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দেশের প্রথম বুলেট ট্রেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের শুভ উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রীর সফরের আগে সেজে উঠছে হাওড়া স্টেশন। কড়া নিরাপত্তায় ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্টেশন চত্বর।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি ইতিমধ্যে হাওড়া স্টেশনের দায়িত্ব নিয়ে নিয়েছে বলেও খবর। রাত থেকে একাধিক প্লার্টফর্ম বন্ধ রাখা হয়েছে বলে খবর।

একাধিক প্ল্যাটফর্মের দায়িত্বে এসপিজি

একাধিক প্ল্যাটফর্মের দায়িত্বে এসপিজি

জানা যাচ্ছে, আরপিএফের তত্ত্বাবধানে সেজে উঠেছে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম। চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা, ফুলের মালা দিয়ে সাজানো ট্রাক পরিষ্কার সবই শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল থেকে। পাশাপাশি ২১ ও ২৩ নম্বর ও প্লাটফর্মও ঘিরে রাখা হয়েছে নিরাপত্তার বেষ্টনীতে। এছাড়াও প্রধানমন্ত্রী যে পথ দিয়ে আসবেন হাওড়া স্টেশনে সেই পথেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বুলেট ট্রেন উদ্বোধনের আগে নিরাপত্তার কড়া প্রহরায় রয়েছে হাওড়া স্টেশন। জানা জাচ্ছে, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর অর্থাৎ শুক্রবার দুপুর দুটোর পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে খবর।

স্টপেজের সংখ্যা বাড়াল রেলমন্ত্রক

স্টপেজের সংখ্যা বাড়াল রেলমন্ত্রক

অন্যদিকে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজের সংখ্যা বাড়াল রেলমন্ত্রক। আজ বৃহস্পতিবার নতুন করে স্টপেজের একটি তালিকা রেলের তরফে প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বোলপুর (শান্তিনিকেতনে) -এ দাঁড়াচ্ছে বন্দেভারত। বলে রাখা প্রয়োজন, শান্তিনিকেতনে বহু বিদেশ থেকে পড়ুয়ারা পড়তে আসেন। সেখানে শান্তিকিনেতনে স্টপেজ যাতে বন্দে ভারতের দেওয়া যায় তা নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোকে চিঠি দেন সুকান্ত মজুমদার। আরে এরপরেই সেখানে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে

চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে

এছাড়াও বন্দে ভারত এক্সপ্রেসের আজ চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে রেলের তরফে। যেখানে দেখা যাচ্ছে হাওড়া থেকে ভোর ৫টা ৫৫ মিনিটে ছাড়বে দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেনটি। এরপর সেটি শিলিগুড়ি পৌঁছবে দুপুর ১টা ২৫ মিনিটে। এরপর ফের ৩টে ৫ মিনিটে এনজিপি থেকে ছাড়বে ট্রেনটি। সেটি হাওড়াতে পৌঁছবে রাত ১০টা ৩৫-এ। এর মাঝে বোলপুর (শান্তিনিকেতন), মালদহ টাউন এবং বারসোই স্টেশনে বন্দে ভারত দাঁড়াবে বলে জানানো হয়েছে।

সময়সূচীতে কিছুটা পরিবর্তন হয়েছে

সময়সূচীতে কিছুটা পরিবর্তন হয়েছে

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। সাড়ে ১০ টায় হাওড়াতে মোদীর পৌঁছানোর কথা থাকলেও সময় কিছুটা পরিবর্তন হয়েছে। জানা যাচ্ছে, ১১ টা নাগাদ সেখানে যাবেন। বন্দে ভারত ছাড়াও জলপাইগুড়ির নতুন স্টেশন নির্মাণের ভিস্তিপ্রস্তর, জোঁকা -তারাতলা মেট্রো শুভ সূচনা সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মোদী।

Election Commission: দেশের যে কোনও জায়গা থেকে দেওয়া যাবে ভোট! রিমোট ভোটিং চালু নির্বাচন কমিশনের Election Commission: দেশের যে কোনও জায়গা থেকে দেওয়া যাবে ভোট! রিমোট ভোটিং চালু নির্বাচন কমিশনের

Recommended Video

৩০ ডিসেম্বর ‘বন্দে ভারত এক্সপ্রেস’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, সেজে উঠছে হাওড়া স্টেশন

English summary
Vande bharat will stop at bolpur station, SPG deployed ta Howrah before inauguration by Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X