For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Becharam Manna: কাজ করতে গেলে পেটানোর নিদান! পুলিশকে নিয়ে অনুব্রত মণ্ডলের বুলি মন্ত্রী বেচারাম মান্নার গলায়

রাস্তার কাজ যেই করতে যাবে তাকে ধরে বেশ করে পিটিয়ে দেওয়ার নিদান দিলেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। কোনও ঝামেলা হলে তিনিই দেখে নেবেন। আর যদি পুলিশ আসে, তাহলে তিনি নিজে পুলিশকে আছাড় মারবেন বলে গ্রাম

  • |
Google Oneindia Bengali News

রাস্তার কাজ যেই করতে যাবে তাকে ধরে বেশ করে পিটিয়ে দেওয়ার নিদান দিলেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না।

কোনও ঝামেলা হলে তিনিই দেখে নেবেন। আর যদি পুলিশ আসে, তাহলে তিনি নিজে পুলিশকে আছাড় মারবেন বলে গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।

সাবওয়ের দাবিতে সমাবেশ

সাবওয়ের দাবিতে সমাবেশ

হরিপাল চন্দনপুর অঞ্চলের কানগোই থেকে ডানকুনি পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের সম্প্রসারণের কাজ চলছে। সেই জায়গায়র মধ্যে ১১ টি সাবওয়ে তৈরির দাবি তুলেছেন সাধারণ মানুষ। জয়কৃষ্ণপুর, নন্দনকানন মোল্লাপাড়ায় রবিবার সাবওয়ের দাবিতে সমাবেশ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, শ্রীরামপুর হুগলী সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুঁইন, বিধায়ক করবী মান্না এবং বিধায়ক স্বাতী খন্দকারের মতো নেতানেত্রীরা।

সাবওয়ের জায়গায় কাজ বন্ধের নিদান

সাবওয়ের জায়গায় কাজ বন্ধের নিদান

মন্ত্রী বলেছেন, দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের সিক্স লেনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এগারোটা জায়গায় সাবওয়ের দাবিতে আন্দোলন চলছে। মিটিং হয়েছে ভূতল পরিবহম মন্ত্রকের সঙ্গে। কিন্তু দেখা যাচ্ছে সাবওয়ের জন্য কোনও জায়গা রাখা হয়নি। তাই গ্রামবাসীদের আশঙ্কা হয়তো সাবওয়ে হবে না। সেই কারণেই তৃণমূল সমাবেশের আয়োজন করেছে। সমাবেশের পরে গ্রামে গেলে গ্রামবাসীরা অভিযোগ করেন, রাস্তা আটকালে পুলিশ বাধা দিচ্ছে। সেব্যাপারে বেচারাম মান্না বলেন, রাস্তা অবরোধ করে কখনোই কাজে বাধা দেওয়া যাবে না। কিন্তু যে জায়গায় সাবওয়ে হবে সেখানে ১০০ ফুট কাজ বন্ধ থাকবে। সেখানে কেউ কাজ করতে গেলে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছেন বেচারাম মান্না। সেখানে পুলিশ যদি কিছু বলে, তাহলে তারা বুঝে নেবেন।

পুলিশকে আছাড় মারা হুমকি

পুলিশকে আছাড় মারা হুমকি

সাবওয়ের দাবিতে সমাবেশ শেষে চণ্ডীতলা জয়কৃষ্ণপুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময় কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না পুলিশকেই আছাড় মারার হুমকি দিয়েছেন। মন্ত্রীর এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই বিরোধী বিজেপির অভিযোগ বীরভূমের কেষ্ট মণ্ডল পুলিশকে বোম মারার হুমকি দিয়েছিলেন। আর এবার সিঙ্গুরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী পুলিশকে আছাড়া মারার হুমকি দিচ্ছেন।

বেচারাম মান্নার সাফাই

বেচারাম মান্নার সাফাই

যদিও বেচারাম মান্নার সাফাই, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। রাজ্যের মন্ত্রী হয়ে তিনি কখনও একথা বলতে পারেন না বলে জানিয়েছেন। পুলিশও তাদের এই আন্দোলনে সাহায্য করছে বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, দুর্গাপুর রোডে হাজার লোক মারা গেছে। তাই গ্রামবাসীরা অনেক সময় আন্দোলনে বসে পড়ছে। তারা অবরোধের আন্দোলনে বিশ্বাস করেন না, বলেছেন সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ বেচারাম মান্না।

Narendra Modi and Gujarat Model: গুজরাত মডেলের প্রশংসায় নরেন্দ্র মোদী! বিজেপিতে 'ভয় ও শঙ্কা'র পরিবেশNarendra Modi and Gujarat Model: গুজরাত মডেলের প্রশংসায় নরেন্দ্র মোদী! বিজেপিতে 'ভয় ও শঙ্কা'র পরিবেশ

Recommended Video

প্রকাশ্যে পুলিশকে আছাড় মারার হুমকি মন্ত্রী বেচারাম মান্নার

English summary
TMC's Becharam Manna repeats Anubrata Mandal's comments targeting Police in Singur in hoogly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X