For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার, ফের গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ ৩

Array

Google Oneindia Bengali News

সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের গ্রামীণ হাওড়ায় গ্যাস দুর্ঘটনা। গ্যাস সিলিন্ডার চেকিংয়ের সময় অগ্নিদগ্ধ হল তিন জন। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার ডিহিমন্ডলঘাট-১ গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রামে।

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার, ফের গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ ৩

স্থানীয় সূত্রে জানা গেছে, রূপনারায়ণ সংলগ্ন বানিয়া গ্রামের বাসিন্দা লক্ষ্মণচন্দ্র ক্যুইলার বাড়িতে রবিবার রান্নার গ্যাস সিলিন্ডারে সমস্যা দেখা দেয়। বিষয়টি তিনি ডেলিভারি বয়কে জানান। খবর পেয়েই ডেলিভারি বয় তরুণ বর লক্ষ্মণ বাবুর বাড়িতে আসেন। সিলিন্ডার চেকিং করতে গিয়ে তরুণ দেখেন সিলিন্ডার থেকে গ্যাস লিক করছে। তিনি তা রিপেয়ারিং করার চেষ্টা করেন।

রিপেয়ারিংয়ের পর তা চেকিং করতে যাওয়ার সময়ই ঘটে যায় বিপত্তি। হঠাৎই আগুন লেগে যায়। লক্ষ্মণ চন্দ্র ক্যুইলা, তাঁর স্ত্রী পুতুল ক্যুইলা ও ডেলিভারি বয় তরুণ বর অগ্নিদগ্ধ হন। তিনজনই গুরুতরভাবে জখম হন। তিনজনকেই উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে আনা হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, গত তিন-চারদিন আগেই শ্যামপুরের আড়গোড়ি গ্রামের বাসিন্দা অশোক মন্ডলের বাড়িতে গ্যাস দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় আহত হন এগারোজন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শ্যামপুরের গৃহস্থের বাড়িতে গ্যাস দুর্ঘটনা। বারবার কীভাবে গ্যাস দুর্ঘটনা ঘটছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ।

এর আগে চলন্ত গাড়িতে ভিডিও কলিংয়ে ব্যস্ত ছিলেন চালক, ছটপূজা সেরে বাড়ি ফেরার পথে হাওড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা হয় যার ফলে আহত হয় কমপক্ষে ২০ জন। অভিযোগ, চলন্ত গাড়িতে ভিডিও কলিংয়ে ব্যস্ত ছিলেন চালক, ছটপূজা সেরে বাড়ি ফেরার পথে হাওড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় জখম হলেন কমপক্ষে ২০ জন।

ছট পুজো সেরে বাড়ি ফেরার পথে ১৬ নম্বর জাতীয় সড়ক নিবড়া মোড়ের কাছে ম্যাজিক ভ্যান উল্টে আহত দুই শিশু সহ কুড়ি জন। বাঁকড়ার মিশ্রপাড়া থেকে রবিবার বিকেলে হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে ছট পুজো করতে এসেছিলেন পুণ্যার্থীরা। জানা যায় বাড়ি ফেরার পথে গাড়ি চালককের অসাবধানতায় ওই দুর্ঘটনা ঘটে যায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ চালক গাড়ি চালানোর সময় ভিডিও কলে ব্যস্ত ছিলেন। ১৬ নম্বর জাতীয় সড়ক নিবড়া মোড়ে গাড়ি ঘোরানোর সময় সেটি ডিভাইডারে ধাক্কা মারে।

আর তাতেই চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হয় দুই শিশু সহ ২০ জন। এদের মধ্যে ৬ জনের আঘাত গুরুতর। বাকিদের আহতদের চিকিৎসা চলছে হাওড়া হাসপাতালে। দ্রুততার সঙ্গে কোনা ট্রাফিক গার্ড ও নিবড়া ট্রাফিক পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। কারণ খতিয়ে দেখছে ট্রাফিক পুলিশ।

গুজরাতে ব্রিজ দুর্ঘটনা, তড়িঘড়ি গ্রেফতার মেরামতের দায়িত্বে থাকার সংস্থার ৯ জন গুজরাতে ব্রিজ দুর্ঘটনা, তড়িঘড়ি গ্রেফতার মেরামতের দায়িত্বে থাকার সংস্থার ৯ জন

English summary
gas cylinder blast case in howrah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X