For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু হুগলিতে পা রেখেই 'ক্ষমা' চাইলেন কোন ইস্যুতে! মুকুলের পথেই নন্দীগ্রামের নেতার নিশানায় ফের মমতা

শুভেন্দু হুগলি পা রেখেই 'ক্ষমা' চাইলেন কোন ইস্যুতে!মুকুলের পথেই নন্দীগ্রামের নেতার নিশানায় ফের মমতা

  • |
Google Oneindia Bengali News

বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলার মসনদে তৃণমূলের অধিষ্ঠানে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল সিঙ্গুর ও নন্দীগ্রামের দুই আন্দোলন। সেই আন্দোলনের পর থেকে সিঙ্গুর একাধিক প্রশ্ন নিয়ে আজও অপেক্ষায় উত্তরের। এদিকে, হুগলিতে পা রেখেই শুভেন্দু দিলেন সিঙ্গুর নিয়ে বড় বার্তা।

 মুকুলের পথেই শুভেন্দুর জবাব!

মুকুলের পথেই শুভেন্দুর জবাব!

এর আগে সিঙ্গুরে এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে মুকুল রায় সিঙ্গুর ইস্যুতে হুগলির জনতার সামনে ক্ষমাত চান। আর এগদিন হুগলিতে চন্দননগরে মেগা রোড শোতে পা রেখেই সেই একই ইস্যুতে মুকুলের মতে করেই হাত জোড় করে ক্ষমা চান শুভেন্দু। প্রসঙ্গত, এই নন্দননগরের কমিশনরাটের আওতাতেই রয়েছে সিঙ্গুর।

'আমরা ল্যাম্প পোস্ট ছিলাম তখন'

'আমরা ল্যাম্প পোস্ট ছিলাম তখন'

শুভেন্দু এদিন বলেন, সিঙ্গুরের ঘটনা যখন ঘটেছিল তখন দলে কথা বলার অধিকার ছিল না তাঁদের। তিনি সেই পরিস্থিতি প্রসঙ্গে বলেন, ' আমরা ল্যাম্প পোস্ট ছিলাম তখন। মুখে লিউকোপ্লাস্ট লাগানো ছিল
মুখ খুলতে পারিনি'। আর সেই সূত্র ধরেই তিনি সিঙ্গুর নিয়ে হুগলিবাসীর কাছে ক্ষমা চান।

 সিঙ্গুর নিয়ে 'পাপবোধ' , মুকুলের মন্তব্য

সিঙ্গুর নিয়ে 'পাপবোধ' , মুকুলের মন্তব্য

সিঙ্গুর আন্দোলন নিয়ে মমতাকে কটাক্ষ করার সুর ধরে মুকুল রায় আগেই বলেছিলেন, ' সিঙ্গুরে পা দিলেই একটা পাপবোধ হয়।' মুকুল রায় মমতাকে আক্রমণ শানিয়ে বলেন , 'যেভাবে আন্দোলন করে টাটাকে তাড়িয়েছে। তাতে সারা দেশ বাংলার সম্পর্কে জেনে গিয়েছে। তাই পাপবোধ হয়।'

শুভেন্দুর বার্তা চাকরি নিয়ে

শুভেন্দুর বার্তা চাকরি নিয়ে

এর আগে, এক সাক্ষাৎকারেও শুভেন্দু অধিকারী রাজ্যে চাকরি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেছেন। এদিনও সেই সুরেই শুভেন্দু বলেন, 'শিক্ষিতরা তাঁকে প্রায়ই বলেন চাকরি কী হল? ' আর এই সূত্র ধরেই তিনি মমতাকে চেনা মেজাজে আক্রমণ করেন।

শুভেন্দুর রোড শো থেকে এবার 'গোলি মারো' স্লোগান! স্থানীয় যুব মোর্চা নেতা দিলেন কোন ব্যাখ্যাশুভেন্দুর রোড শো থেকে এবার 'গোলি মারো' স্লোগান! স্থানীয় যুব মোর্চা নেতা দিলেন কোন ব্যাখ্যা

English summary
Suvendu talks about Singur issue at his rally in Hooghly before West Bengal assembly vote 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X