For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর আদর্শ ভারত মানে অপা সিন্ডিকেট! 'হরিদাস' মমতাকে নিশানায় বিস্ফোরক শুভেন্দু

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerejee) উস্কানিতে খেলা শুরু করে দিয়েছে তৃণমূলের (Trinamool Congress) জিহাদিরা। চুঁচুড়ায় দলের কর্মসূচিতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerejee) উস্কানিতে খেলা শুরু করে দিয়েছে তৃণমূলের (Trinamool Congress) জিহাদিরা। চুঁচুড়ায় দলের কর্মসূচিতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর আক্রমণের ভাষা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।

কেষ্ট বৃত্তান্তে ব্যস্ত মুখ্যমন্ত্রী

কেষ্ট বৃত্তান্তে ব্যস্ত মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ব্যস্ত কেষ্ট বৃত্তান্তে। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম কিংবা মাতঙ্গিনী হাজরার কথা বলেননি। তিনি মাগুর মাছ বেচতে বেচতে কয়েক হাজার কোটির মালিক হওয়া অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ করেছেন। আর কয়েকদিন আগে যে প্রধানমন্ত্রীর পা ধরতে গিয়েছিলেন, তাঁকে বলেছেন তুই কে রে! তোর কথায় তেরো তারিখ থেকে পতাকা তুলতে হবে। শুভেন্দু অধিকারীর প্রশ্ন এটা কি কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষা? এই মুখ্যমন্ত্রী আদালতের নির্দেশে তদন্ত করা এজেন্সির বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়ার কথা বলেছেন।

খেলা শুরু তৃণমূলের

খেলা শুরু তৃণমূলের

আর খেলা হবের কথা বলে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ খেলা ইতি মধ্যেই শুরু হয়ে দিয়েছে। বাগনানে বিজেপি নেতা অনুপম মল্লিকের বাড়িতে ঢুকেতাঁকে রক্তাক্ত করেছে তৃণমূলের জিহাদিরা। তিনি বলেন খেলা হবে মানে মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী মানস সাহার খুনের ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়া। খেলা হবে মানে লক্ষাধিক হিন্দুকে ঘরছাড়া করা, খেলা হবে মানে অসমে গিয়ে আশ্রয় নিতে বাধ্য করা।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী ১৪ অগাস্ট বেহালায় এক অনুষ্ঠানে জানিয়েছিলেন ১৬ অগাস্ট খেলা হবে দিবস থেকে দলের নতুন কর্মসূচির কথা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে রাস্তায় নামার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

কে হরিদাস

কে হরিদাস

শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, পাল্টা প্রশ্ন করেছেন উনি (মমতা) কে হরিদাস। তিনি তো সেনা রাস্তায় গাড়ি গণনা করলে নবান্নে সারা রাত অবস্থান করে বলেন, সেনা অবৈধ কাজ করছে। বায়ুসেনা পাকিস্তানে ঢুকে হামলা চালালে নবান্নের গেটে দাঁড়িয়ে তার
প্রমাণ দাবি করেন। মুখ্যমন্ত্রী বিএসএফকে বলেন নারী ধর্ষণকারী। এই মুখ্যমন্ত্রী দেশে ৪ টে রাজধানী চান।

মুখ্যমন্ত্রীর আদর্শ ভারত মানে অপা সিন্ডিকেট

মুখ্যমন্ত্রীর আদর্শ ভারত মানে অপা সিন্ডিকেট

কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেছেন, মুখ্যমন্ত্রীর আদর্শ ভারত মানে অপা সিন্ডিকেট। তা সবাই বুঝতে পারছেন। সেই কারণে প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে নাম না করে পশ্চিমবঙ্গের নাম উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, গরিবরা বাড়ি খুঁজছে আর নেতারা টাকা রাখার জন্যবাড়ি সংগ্রহ করছেন। আর যাঁদের বাড়িতে টাকা-সম্পত্তি পাওয়া যাচ্ছে, তাঁদের সমর্থন করছেন কিছু নেতানেত্রী। সেই কারণে প্রধানমন্ত্রী বলেছেন, প্রভাবশালীদের রেয়াত করবে না সরকার, বলেছেন শুভেন্দু অধিকারী।

বর্ণ ব্যবস্থা ফিরিয়ে ভারতকে হিন্দু রাষ্ট্র করতে খসড়া তৈরি! রাজধানী কোথায়, কারা-কারা পাবেন ভোটাধিকারবর্ণ ব্যবস্থা ফিরিয়ে ভারতকে হিন্দু রাষ্ট্র করতে খসড়া তৈরি! রাজধানী কোথায়, কারা-কারা পাবেন ভোটাধিকার

English summary
Suvendu Adhikari targets Mamata Banerjee on her comment on building ideal India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X