For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাইল্ড লাইনের উদ্যোগে বিশেষ সভা যৌথ পরিবেশ সমিতির

চাইল্ড লাইনের উদ্যোগে বিশেষ সভা যৌথ পরিবেশ সমিতির

Google Oneindia Bengali News

হাওড়া শ্যামপুর এলাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপ। তো রোধ করতে উদ্যোগী হলো হাওড়া যৌথ পরিবেশ সমিতির NGO এবং সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের অধ্যাপক ও কর্মকর্তারা

চাইল্ড লাইনের উদ্যোগে বিশেষ সভা যৌথ পরিবেশ সমিতির

সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগ মহাশয়ের জন্ম বার্ষিকী উপলক্ষে , প্রচলিত সমাজে যুগ যুগ ধরে চলে আসা কু প্রথা , সংস্কারক ও নারী অধিকার প্রতিষ্ঠা লক্ষ্যে হাওড়া যৌথ পরিবেশ সমিতির ও শ্যামপুর কলেজের উদ্যোগে একটি নাবালিকা বিবাহ ও পাচার আটকাতে, ছাত্র সমাজের ভূমিকা ও করনীয় পদক্ষেপ গ্রহণ নিয়ে একটি সচেতনতা শিবির ও কর্মশাল* আয়োজিত হয় ।

২৭-০৯-২০২২ তারিখে সময় দুপুর বেলা ১২ থেকে ২ টো কলেজ ক্যাম্পাসে ওই সচেতনতা শিবির ও কর্মশালা"

উপস্থিত ছিলেন child line , hade co Ordinator Howrah District hade পারমিতা রায়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন শ্যামপুর কলেজের অধ্যক্ষ গোবিন্দ প্রসাদ বর্মন ।

সামাজিক এই ব্যাধী দূর করতে পদক্ষেপ গ্রহণ করার কথা উঠে এসেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সমাজের কুসংস্কার থেকে মুক্তি পথে সহ যোদ্ধা হয়ে।
জেলার বিভিন্ন এলাকায় বাল্য বিবাহ সামাজিক ভাবে মান্য সচেতনতার অভাবে আইন থাকলেও তার প্রয়োগ সম্ভব হয় না। এই অপরাধ করার পরে অপরাধিরা সমাজের বিভিন্ন অংশ থেকে পৃষ্ঠ পোষকতা পায় । তাই এই অপরাধ আটকানো কঠিন হয়ে পড়েছে।

শ্যামপুর থানার এলাকায় বাল্য বিবাহ আটকাতে একটি শেল গঠন করা হবে বলে জানিয়েছেন হাওড়া যৌথ পরিবেশ সমিতির সম্পাদক শুভ্রদীপ ঘোষ । এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের মাদক বিরোধী আন্দোলনে নেতৃত্ব কল্যানী পালূই ও শ্যামপুরের সদস্যা সংগীতা গিরি। কর্মশালা শেষে কলেজ ছাত্র ছাত্রীরা উৎসাহিত হন ও শপথ নেন তারা এর পর থেকে বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।

এই শিবিরে অংশ নিয়েছিলেন এলাকার বেশ কিছু কিশোরী, যুবতী সহ মহিলারা। পুলিশ, স্বেচ্ছাসেবী সংগঠন ও চাইল্ড লাইনের প্রতিনিধিরা এদিন সংশ্লিষ্ট বিষয়ের উপর সবিস্তারে আলোচনা করেন। নারীপাচার রোধে কী করণীয়, বা বাল্যবিবাহ রোধে কী পদক্ষেপ নিতে তা খুব সহজভাবে বুঝিয়ে দেন পুলিশ আধিকারিকরা।

নারী পাচার থেকে নির্যাতন, গ্রামে পুলিশের উদ্যোগে সচেতনতা শিবিরনারী পাচার থেকে নির্যাতন, গ্রামে পুলিশের উদ্যোগে সচেতনতা শিবির

English summary
Special awareness program by NGO of Howrah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X