For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আনিস-তদন্তে মোবাইল হাতে পেল সিট, ধৃত দুই পুলিশকর্মীর টিআই প্যারেডে সালেম খান

আনিস-তদন্তে মোবাইল হাতে পেল সিট, ধৃত দুই পুলিশকর্মীর টিআই প্যারেডে সালেম খান

  • |
Google Oneindia Bengali News

আটদিন হয়ে গেল আনিস-হত্যার পর। কিন্তু তদন্ত সে অর্থে এগোয়নি। আনিস খান হত্যার ঘটনায় সিট গঠনের পর দু'জন পুলিশকর্মী গ্রেফতার হয়েছেন। আর আমতার ওসিকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছ। তারপর হাইকোর্টের নির্দেশে আনিসের বাবা টিআই প্যারেডে অংশ নিলেন ধৃতদের শনাক্ত করতে। একইসঙ্গে সিটের হাতে তুলে দেওয়া হল মোবাইল।

আনিস-তদন্তে মোবাইল হাতে পেল সিট, ধৃত দুই পুলিশকর্মীর টিআই প্যারেডে সালেম খান

এখন প্রশ্ন মোবাইল পাওয়ার পর কি আনিস হত্যার প্রকৃত কারণ সামনে আসবে। কোনও সূত্র উঠে আসবে সিটের হাতে। পুলিশ আনিসের মোবাইলের খোঁজে ছিল। কিন্তু বারবার চেয়েও আনিসের মোবাইল তদন্তকারী অফিসাররা হাতে পাননি। আনিসের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, পুলিশের প্রতি তাঁদের আস্থা নেই। সিবিআই চাইলে তাঁরা আনিসের মোবাই দেবেন। নতুবা হাইকোর্ট নির্দেশ দিলে তাঁরা মোবাইল দিতে পারেন।

সেইমতো বৃহস্পতিবার আনিস-তদন্তে সিটের উপরই আস্থা রেখেছে। এবং আনিসের পরিবারের প্রতি আর্জি জানিয়েছে সিটের সঙ্গে সহযোগিতা করার। সেইমতো আনিসের মোবাইল সিটকে দেওয়ার কথাও জানায় আদালত। সেইমতো বৃহস্পতিবার রাতে আনিসের বাবাকে নোটিশ দেওয়া হয় টিআই প্যারেডে অংশ নেওয়ার জন্য।

যদিও আনিসের বাবা সালেম উলুবেড়িয়া উপসংশোধনাগারে যান কি না বা সেখানে গিয়ে দোষীদের শনাক্ত করেন কি না, তা অনিশ্চিত ছিল। কেননা বৃহস্পতিবার সিটের নোটিশে সই করলেও তিনি শুক্রবার সকাল পর্যন্তও টিআই প্যারেডে যাবেন কি না নিশ্চিত ছিল না। তিনি তখনও পুলিশ ও সিটের প্রতি অনাস্থা প্রদর্শন করে গিয়েছেন।

তিনি বলেন, আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই তিনি বলবেন টিআই প্যারেডে যাবেন কি না। শেষপর্যন্ত শুক্রবার দুপুরে তিনি উলুবেড়িয়া উপসংশোধনাগারে গিয়ে টিআই প্যারেডে অংশ নেন। আনিসের পরিবারের তরফো নিয়োজিত আইনজীবী জানান, টিআই প্যারেড হয়েছে। একইসঙ্গে আনিসের মোবাই তুলে দেওয়া হয়েছে সিটের হাতে।

এখন দেখার সিট আনিসের মোবাইল পাওয়ার পর কতটা দ্রুত সূত্র খুঁজে পায় আনিস হত্যার। কী কারণে তাঁকে প্রাণ দিতে হল, কারা ছিলেন এই ঘটনার নেপথ্যে। কোন পুলিশ সেদিন রাতে কেন গিয়েছিল আনিসের বাড়িতে। আনিস সেদিন স্থানীয় এলাকায় এক জলসায় অংশ নিয়েছিলেন। সেখানে কোনও ঘটনা ঘটেছিল কি না, তার সূত্র খোঁজার চেষ্টা করবে সিট।

এর আগে দ্বিতীয়বার আনিসের দেহ ময়নাতদন্তের আর্জি জানিয়েছিল সিট। কিন্তু আনিসের বাবা সালেম খান তাতে রাজি হননি। তখনও তিনি বলেছিলেন সিবিআই বা আদালত চাইলে ময়নাতদন্তে সম্মতি দেবেন তিনি। সেইমতো আদালত জানিয়েছে। এখন মোবাই প্রদানের পর ফের আনিসের দেহ ময়নাতদন্তও হতে পারে।

English summary
SIT gets mobile on Student-leader Anis Khan’s murder case after TI parade in Uluberia jail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X