For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভবঘুরে যুবকের কান্ডকারখানায় তোলপাড় হাওড়া! উদ্ধারে দমকল-ল্যাডার-বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা

ভবঘুরে যুবকের কান্ডকারখানায় তোলপাড় হাওড়া (Howrah) স্টেশন সংলগ্ন রেল মিউজিয়াম চত্বর। রবিবার বিকেল ৫টা নাগাদ হাওড়া স্টেশন লাগোয়া পূর্ব রেলের প্রায় ৯০ ফুট জলের ট্যাঙ্কের মাথার ওপর ওই যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। পথ

  • |
Google Oneindia Bengali News

ভবঘুরে যুবকের কান্ডকারখানায় তোলপাড় হাওড়া (Howrah) স্টেশন সংলগ্ন রেল মিউজিয়াম চত্বর। রবিবার বিকেল ৫টা নাগাদ হাওড়া স্টেশন লাগোয়া পূর্ব রেলের প্রায় ৯০ ফুট জলের ট্যাঙ্কের মাথার ওপর ওই যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। পথচারী এবং রেলের যাত্রীদের নজরে আসার পরেই খবর যায় রেল পুলিশে।

যুবককে নামানোর চেষ্টা

যুবককে নামানোর চেষ্টা

রেল পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দুটি ইঞ্জিন। পুলিশের পদস্থ কর্তারা ঘটোনাস্থলে পৌঁছোয়। মনে করা হচ্ছে ট্যাঙ্কে ওঠা ওই যুবক মানসিক ভারসাম্যহীন। পুলিশ এবং দমকল ঘটনাস্থল দড়ি দিয়ে কর্ডন করে দিয়েছে।

ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী

ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী

এই ঘটনা দেখতে পথচারী এবং যাত্রীরা ভীড় জমাতে শুরু করেন। পুলিশ ও দমকল প্রথমে চেষ্টা করে অন্ধকার নামার আগেই যাতে তাকে ট্যাঙ্কের মাথা থেকে নামানো যায়। কিন্তু তা না হওয়ায়, ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ট্যাঙ্কের নিচের দিকে জাল পাতা হয়।

কী করে ওপরে

কী করে ওপরে

কী করে ওই ব্যাক্তি ট্যাঙ্কের ওপরে উঠল তা স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রায় ১০০ ফুট উঁচু ট্যাঙ্কের পাশে একটা সরু লোহার সিঁড়ি আছে। সেই সিঁড়ি দিয়ে ট্যাঙ্কের মাথার ওপরে উঠে যায় ওই যুবক। এই ট্যাঙ্কের চারপাশ ঘেরা ছিল। সেই কারণে নজর এড়িয়ে সে ওপরে উঠতে পেরেছে বলেই মনে করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীর বিবরণ

প্রত্যক্ষদর্শীর বিবরণ

প্রত্যক্ষদর্শী সুরেন্দ্র বর্মা যখন দেখেন, এক ব্যাক্তি ট্যাঙ্কে উঠছে, তখন তিনি পেছন থেকে ডাকেন। কিন্তু শোনেনি। সে ওপরে উঠে পড়ে। এরপর সে একদম ওপরে উঠে যায়। প্রায় ৯০ ফুট উঁচুতে। পরে পুলিশ-দমকল আসে। কিন্তু তাদের সব কৌশল ব্যর্থ হয়। সেই যুবক ঝাঁপ দিতে পারে এই আশঙ্কায় নিচে জাল বিছানো হয়।

অপর একটি রাজ্যের মানচিত্রে প্রবেশ করল আপ! মমতা কি পিছিয়ে পড়ছেন কেজরিওয়ালের থেকে, উঠঠে প্রশ্নঅপর একটি রাজ্যের মানচিত্রে প্রবেশ করল আপ! মমতা কি পিছিয়ে পড়ছেন কেজরিওয়ালের থেকে, উঠঠে প্রশ্ন

English summary
Police fire brigade are trying to bring down vagrant youth from 90 feet water tank beside Howrah Station.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X