হাওড়া পুর এলাকায় ভোটের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
হাওড়া পুরনিগম এলাকায় নির্বাচনের দাবিতে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

মামলাকারীর দাবি, দীর্ঘদিন ধরে হাওড়া পুরো নিগম এলাকার পুরো নির্বাচন না করেই প্রশাসক নিয়োগ করে কর্পোরেশন চালাচ্ছেন রাজ্য সরকার। ২০১৩ সালের শেষ নির্বাচন হয় হাওড়া পুরনিগম এলাকায়। ২০১৮ সালে মেয়াদ শেষ হওয়ার পর পুরভোট হওয়ার কথা থাকলেও নানান বাহানায় তা পিছিয়ে দেওয়া হয়। পরে নির্বাচন না করেই প্রশাসক নিয়োগ করে চলছে হাওড়া পুরো নিগম।
তার আরও দাবি, শুধু এখানেই শেষ নয় একের পর এক প্রশাসক পরিবর্তন করা হচ্ছে এখানে। যাতে বিভিন্ন উন্নয়নমূলক প্রক্রিয়া গুলো সম্পন্ন হতে সমস্যা তৈরি হচ্ছে। এমনকি এই নিয়োগ প্রক্রিয়া করে রাজ্য সরকার বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন যা সম্পূর্ণ পৌর আইন বিরোধী।
তার দাবি, এর ফলে সাধারণ মানুষের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। যা সম্পূর্ণ সংবিধান বিরোধী। তাই এই প্রক্রিয়া বন্ধ করতে অবিলম্বে হাওড়া পুরো নিগমের নির্বাচনের দাবি জানিয়েছেন শংকর বাবু।

২০২০-র জুলাইয়ের পর কলকাতায় ফের দৈনিক সংক্রমণ ২০০-র নিচে, স্বস্তি করোনায়