For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাইনরিটি অ্য়াসোসিয়েশনের বিশাল সমাবেশ, মমতার সরকারের উদ্দেশ্যে সুর চড়বে ইমাম ভাতা নিয়ে

মাইনরিটি এসোসিয়েশনের বিশাল সমাবেশ, মমতার সরকারের উদ্দেশ্যে সুর চড়বে ইমাম ভাতা নিয়ে

Google Oneindia Bengali News

অল বাংলা ড্রিস্টিক ইমাম এসোসিয়েশন এন্ড চেরিটেবল ট্রাস্ট এর উদ্যোগে জেলা ইমামদের নিয়ে ১২/১০/২০২২ বুধবার সকাল নটায় কামারকুন্ডু হোসেনপুর মসজিদে হুগলি জেলার ইমামদের নিয়ে এক আলোচনা সভা করা হয় উক্ত আলোচনা সভাতে ইমাম মোয়াজ্জিনদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা উঠে আসে এবং তার সাথে সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মূল উদ্দেশ্য ইমামদের ভাতা । তা নিয়ে হবে সভা। সেই সভা থেকেই ইমামদের ভাতা বৃদ্ধি নিয়ে বার্তা পাঠানো হবে সরকারের উদ্দেশ্যে। অনুষ্ঠান হবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে।

মাইনরিটি এসোসিয়েশনের বিশাল সমাবেশ, মমতার সরকারের উদ্দেশ্যে সুর চড়বে ইমাম ভাতা নিয়ে

আগামী দিনে রাজ্যে ইমামদের বিভিন্ন রকমের যে সমস্ত দুরবস্থা সে সমস্ত বিষয়ে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েই এই অল বাংলা ড্রিস্টিক ইমাম এসোসিয়েশন এগিয়ে যাবে এবং সে সমস্ত বিষয়ে নিয়ে খুব তাড়াতাড়ি রাজ্য স্তরে বড়ো ধরণের সমাবেশ করা হবে এ ছাড়া আরো কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা চলবে যাহাতে অন্যান্য ইমাম মুয়াজ্জিন গণ সমস্যায় না পড়েন বহু ইমাম বহু জায়গায় বিভিন্ন সমস্যায় জর্জরিত তাঁদের যাতে সরলিকরণ হয় তার পদক্ষেপ নেওয়াই লক্ষ্য এই সংগঠনের। তার সাথে হুগলী জেলায় কমিটি গঠন করা হয়।

নিম্নরূপ আহবায়ক আবু আফজাল জিন্নাহ, সভাপতি হাজি হাবিবুল্লাহ, সহ সভাপতি জয়নাল আবদীন মোল্লা, যুগ্ন সম্পাদক কারী সেবগাতুল্লাহ, মাওলানা মোঃ রাকিব হক, কার্যকরী সম্পাদক রফিকুল ইসলাম,সহ-সম্পাদক কাজী ফাইজুর রহমান,হিসেব রক্ষক গিয়াসুল হক।

ইমাম ইসলাম ধর্মাবলম্বিদের ব্যবহৃত একটি শব্দ যার মাধ্যমে সাধারণভাবে মুসলিম সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে। সর্বাধিক প্রচলিত অর্থে ইমাম হলেন সেই ব্যক্তি যিনি মসজিদে বা বাইরে জামায়াতে নামাজ পরিচালনা করেন। উপরন্তু, ইসলামী বিষয়ে অগাধ পাণ্ডিত্যের অধিকারী ব্যক্তি বা উচ্চ পর্যায়ের আলেমকে ইমাম হিসাবে সম্বোধন করা হয়। বর্তমানে প্রচলন অনুযায়ী ইসলামের ৪র্থ খলিফা আলী (রা:) সহ তার বংশোদ্ভূত বারোজন ইমামকে শিয়া সম্প্রদায়ের মূল স্তম্ভ হিসাবে গণ্য করা হয়। অধিকন্তু ইসমাইলীয়া সম্প্রদায়ের আন্তর্জাতিক নেতাকে ইমাম হিসেবে অভিহিত করা হয়।

আরবী শব্দ হিসাবে ইমাম শব্দটি কোরান শরিফে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছ। সুরা বাক্বারার ১২৪ নম্বর আয়াতের ব্যবহার অনুযায়ী ইমাম অর্থ নেতা; ইমাম অর্থ বই।

ইমাম সম্পর্কে শিয়াদের চেয়ে সুন্নিদের মতামত ভিন্ন। সুন্নিদের মতে নামাজ পরিচালনাকারী যে কেউই ইমাম হিসেবে সম্বোধিত হন, তিনি মসজিদের বাহিরে দুই বা ততোধিক ব্যক্তির নামাজ পরিচালনা করলেই। ফলে প্রতিটি মসজিদেই সম্মানী ভাতা প্রদানের মাধ্যমে একজন ইমাম সংযুক্ত রাখা হয়; তবে কোনো কারণে তিনি অপারগ হলে নামাজ পরিচালনার জন্য আগত যে কাউকেই ইমাম হিসেবে নির্বাচন করা হয়।

ইমামত হল শিয়া ইসলামের একটি তত্ত্ব যার মতে নবী মুহাম্মদের বংশোদ্ভূত নির্দিষ্ট ব্যক্তিরাই তাঁর মৃত্যুর পর তাঁর স্থলাভিষিক্ত ও মুসলিম উম্মাহর নেতা ও পথপ্রদর্শক হওয়ার যোগ্যতা রাখেন। শিয়ারা বিশ্বাস করে যে ইমামগণ হলেন মুহাম্মদের প্রকৃত খলিফা বা ন্যায্য উত্তরাধিকারী। তারা আরও বিশ্বাস করে যে ইমামগণ ঐশী জ্ঞান, অভ্রান্ততা, নিষ্পাপতা, কর্তৃত্ব প্রভৃতির অধিকারী এবং পাশাপাশি মুহাম্মদের পরিবার তথা আহল আল-বাইতের সদস্য।

মমতা বন্দ্যোপাধ্যায় পাপের প্রায়শ্চিত্ত করছেন, দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতিমমতা বন্দ্যোপাধ্যায় পাপের প্রায়শ্চিত্ত করছেন, দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি

English summary
Special meeting for IMAM allowance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X