For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছিনতাইয়ে বাধা দিয়ে হাওড়ায় গুলিবিদ্ধ এক ব্যক্তি

ছিনতাইয়ে বাধা দিয়ে হাওড়ায় গুলিবিদ্ধ এক ব্যক্তি

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে দুষ্কৃতীদের গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার সাঁকরাইল থানার ধুলাগড় এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চোয়ালে গুলি লাগে।

ছিনতাইয়ে বাধা দিয়ে হাওড়ায় গুলিবিদ্ধ এক ব্যক্তি

হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, অস্ত্রোপচার করে গুলি বের করার চেষ্টা চলছে। পুলিশসূত্রে জানা গিয়েছে, সাঁকরাইলের কোরোলা এলাকার বাসিন্দা সিতারুল হাসান। তিনি জরির কারিগর। বাউরিয়ায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেন ওই ব্যক্তি। বৃহস্পতিবার রাত একটা নাগাদ বাড়ি ফিরছিলেন।

ধুলাগড় মোড়ে গাড়ি থেকে নেমে প্রতিদিন বাইকে বাড়ি ফেরেন। গ্যারেজে রাখা থাকে বাইক। কিন্ত রাত বেশি হয়ে যাওয়ায় গ্যারেজ বন্ধ হয়ে যায়। বাইক নিতে না পেরে বাধ্য হয়ে হেঁটেই বাড়ি ফিরছিলেন তিনি।

সিতারুল জানান, রাস্তায় দুই দুষ্কৃতী তাঁর পথ আটকায়। তাঁর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। তাদের বাধা দিয়ে চিত্‍কার শুরু করে দেন তিনি। কিন্তু শুনশান রাস্তায় এগিয়ে আসেনি কেউ। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে সিতারুলের মুখে। রক্তাক্ত অবস্থায় কোনওরকমে তিনি পুলিশ ফাঁড়িতে আসেন। পুলিশ তাঁকে নিয়ে যায় হাসপাতালে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ জানিয়েছে, সিতারুল হাসানের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার ধুলাগোরে পথ অবরোধ করেন গাড়ি চালকরা। তাঁদের অভিযোগ, এই তল্লাটে দুষ্কৃতীদের দাপট বাড়লেও পুলিশ নিষ্ক্রিয়। পরে পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বস দিলে অবরোধ তুলে নেন তাঁরা।

প্রাক্তন আইপিএস নজরুল ইসলামকে বেধড়ক মারধরের অভিযোগপ্রাক্তন আইপিএস নজরুল ইসলামকে বেধড়ক মারধরের অভিযোগ

English summary
Man allegedly shoot by miscreants in Howrah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X