For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Mamata and TMC: মমতা বন্দ্যোপাধ্যায় অদম্য! তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের আনুগত্যের তুলনা মন্ত্রী অরূপ রায়ের

মমতা বন্দ্যোপাধ্যায় অদম্য! তৃণমূল ও বিজেপি কর্মীদের আনুগত্যের তুলনা মন্ত্রী অরূপ রায়ের

  • By ইন্দ্রনীল
  • |
Google Oneindia Bengali News

বিজেপি যতই চেষ্টা করুক মমতাকে দমানো যাবে না। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতি হলে সরকার কড়া ব্যবস্থা নেবে বললেন অরূপ। রবিবার পয়লা জানুয়ারি দলের ২৬ তম প্রতিষ্ঠা দিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়।

সব আসন জিতবে তৃণমূল

সব আসন জিতবে তৃণমূল

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরূপ রায় বলেন, আগামী হাওড়া পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসঅতীতের থেকেআরও ভাল ফল করবে। সব কটি আসনে জিতবে তৃণমূল কংগ্রেস। বিজেপি বাংলা দখল কখনোই করতে পারবে না, দাবি করেছেন অরূপ রায়।

বিজেপি উশৃঙ্খল দল

বিজেপি উশৃঙ্খল দল

শুক্রবার হাওড়া স্টেশনে রেলের সরকারি অনুষ্ঠানে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিজেপি কর্মীদের 'জয় শ্রীরাম' স্লোগান সম্পর্কে প্রশ্ন করা হলে মন্ত্রী অরূপ রায় বলেন, বাংলায় বিজেপি একটা উশৃঙ্খল দল। ওদের কর্মীরা দলের নেতাদের কথা শোনে না। তিনি কটাক্ষ করে বলেন, ওদের দলে কোনও নিয়ন্ত্রণ নেই। তাঁর দাবি, তুলনায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা দলের নেতাদের কথা শোনেন। একটা সরকারি অনুষ্ঠানে কখনই রাজনীতি আসতে পারে না, মন্তব্য করেন তিনি। ওরা ইচ্ছা করে দলনেত্রীকে বিব্রত করার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেছেন অরূপ রায়। কিন্তু এতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানো যাবে না, বলেছেন তিনি।

দল দুর্নীতিকে প্রশ্রয় দেবে না

দল দুর্নীতিকে প্রশ্রয় দেবে না

প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে অরূপ রায় বলেন, এই সরকার কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। দুর্নীতি হলে প্রশাসন অবশ্যই কড়া ব্যবস্থা নেবে।

তৃণমূলের ২৬ জম প্রতিষ্ঠা দিবস

তৃণমূলের ২৬ জম প্রতিষ্ঠা দিবস

এদিনই ২৫ বছর পূর্ণ করে ২৬-এ পা দিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ঠিক ২৫ বছর আগে ১৯৯৮ এর ১ জানুয়ারি কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সূচনা করেছিলেন রাজ্যের তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে রাজ্যের সর্বত্র পয়লা জানুয়ারি দলের ২৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করে তৃণমূল কংগ্রেস। এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাওড়াতেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার মূল অনুষ্ঠানটি হয় হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। এদিন সকালে দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এছাড়াও দলের তরফে উপস্থিত ছিলেন লগন দেও সিং, কল্যাণ ঘোষ, নন্দিতা চৌধুরী, সৃষ্টিধর ঘোষ, ভাস্কর ভট্টাচার্য, সুজয় চক্রবর্তী, রেখা রাউত, পার্থ বোস-সহ অন্য নেতারা। এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সবার উপস্থিতিতে সভামঞ্চ থেকে সবুজ বেলুন ওড়ানো হয়।

Elections in 2023: ২০২৪-এর লোকসভার আগে সেমিফাইনাল! ২০২৩-এ কোন কোন রাজ্যে ভোট, একনজরেElections in 2023: ২০২৪-এর লোকসভার আগে সেমিফাইনাল! ২০২৩-এ কোন কোন রাজ্যে ভোট, একনজরে

English summary
Mamata Banerjee is irresistible, Minister Arup Roy compares the loyalty of TMC and BJP workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X