ভোটের হাওয়ায় সরগরম বাংলা, একনজরে হাওড়া-হুগলীতে তৃণমূলের প্রার্থী তালিকা
শুক্রবারই প্রকাশিত হয়েছে আসন্ন বিধানসভায় তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা। এদিকে এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় মহিলা, তফশিলি, তারুণ্যে জোর। পঞ্চাশের বেশি মহিলাকে প্রার্থী করা হচ্ছে। তফশিলি জাতির আটষট্টিজন, উপজাতির ষোল। পঞ্চাশের কম বয়সী প্রায় একশোজনের নাম রয়েছে তালিকায়। একইসঙ্গে হাওড়া ও হুগলীর বিধানসভা কেন্দ্রগুলিতেও রয়েছে একাধিক বড়সড় চমক।

হাওড়ার অন্যতম প্রধান কেন্দ্র বালি থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন ডাঃ রানা চ্যাটার্জী। হাওড়া উত্তরে গৌতম চৌধুরী। হাওড়া মধ্যে অরূপ রায়। শিবপুরে লড়ছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। অন্যদিকে হাওড়া দক্ষিণে নান্দিতা চৌধুরী। সাঁকরাইলে প্রিয়া পাল। পাঁচলায় গুলসান মল্লিক। উলুবেড়িয়া পূর্বে লড়ছেন ফুটবলার বিদেশে বসু। উলুবেড়িয়া উত্তরে লড়ছেন ডাঃ নির্মল মাঝি। উলুবেড়িয়া দক্ষিণে পুলক রায়। শ্যামপুরে লড়ছেন কালীপদ মণ্ডল। হাওড়ার বাগনানে লড়ছেন অরুণাভ সেন। আমতায় হাওড়া সুকান্ত পাল। উদয়নারায়ণপুরে লড়ছেন সমীর কুমার পাঁজা। জগতবল্লভপুরে সীতানাথ ঘোষ। ডোমজুর হাওড়া কল্যাণেন্দু ঘোষ।
অন্যদিকে হুগলীর উত্তরপাড়া থেকে দাঁড়াচ্ছেন অভিনেতা কাঁঞ্চন মল্লিক। শ্রীরামপুরে দাঁড়াচ্ছেন সুদীপ্ত রায়। চাঁপদানিতে অরিন্দম গুইন। সিঙ্গুরে দাঁড়াচ্ছেন বেচারাম মান্না। চন্দননগরে দাঁড়াচ্ছেন ইন্দ্রনীল সেন। চুঁচুড়াতে অসিত মজুমদার। বলাগড়ে সমাজকর্মী মনোরঞ্জন ব্যাপারী। পান্ডুয়াতে ডাঃ রত্না দে নাগ। সপ্তগ্রামে তপন দাশগুপ্ত। চণ্ডীতলায় স্বাতি খন্দোকার। জঙ্গিপাড়ায় স্নেহাশিষ চক্রবর্তী। হরিপালে দাঁড়াচ্ছেন বেচারাম মান্নার স্ত্রী করবী মান্না। ধনিয়াখালীতে অসীমা পাত্র। তারকেশ্বরে রামেন্দু সিংহ রায়। পুরশুরায় দিলীপ যাদব। আরামবাগে সুজাতা মন্ডল খান। গোঘাটে মানস মজুমদার। খানাকুলে মুন্সী নাজবুল করিম।

অনুব্রতর গড়ে একাধিক নতুন চমক, একনজরে বীরভূমে তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা