For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাওড়া জঙ্গি যোগে কলকাতা STF-র বড় সাফল্য, গ্রেফতার IS মডিউলের মাথা কুরেশি

হাওড়া জঙ্গি যোগে কলকাতা STF-র বড় সাফল্য, গ্রেফতার IS মডিউলের মাথা কুরেশি

Google Oneindia Bengali News

কলকাতা এসটিএফের বড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হল আইএস মডিউলের মাথাকে। ধৃত জঙ্গির নাম কুরেশি। তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। গত শনিবারই হাওড়ার উলুবেড়িয়া থেকে ২ জঙ্গিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ।

গ্রেফতার আইএস মডিউলের মাথা

গ্রেফতার আইএস মডিউলের মাথা

কলকাতা এসটিএফের জালে আইএস মডিউলের মাথা। মধ্য প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে আইএস মডিউলের মাথা কুরেশিকে। তাকে ট্রানজিট রিমান্ডে আজ কলকাতায় নিয়ে আসা হবে। হাওড়ায় গ্রেফতার ২ জঙ্গিকে জেরা করে তথ্য পেয়েছিল গোয়েন্দারা। সেই তথ্যের উপর ভর করেই মধ্যপ্রদেশে ভোপাল পুলিশের সঙ্গে যোগাযোগ করে কলকাতা পুলিশের এসটিএফ। তারপরেই ভোপালে লুকিয়ে থাকা আইএস মডিউলের মাথা কুরেশিকে গ্রেফতার করে এসটিএফ।

হাওড়ায় আইএস জঙ্গি যোগ

হাওড়ায় আইএস জঙ্গি যোগ

হাওড়ার টিকিয়া পাড়া থেকে ধৃত দুই জঙ্গি করে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। মহম্মদ সদ্দামের সঙ্গে গট ২ বছর ধরে যোগাযোগ ছিল আইএস মডিউলের মাথা আবদুল রকিব কুরেশির। সদ্দামের মোবাইল ফোন খতিয়ে দেখে কুরেশির নম্বর পান গোয়েন্দারা। সদ্দামের ফোন থেকে একাধিকবার কুরেশিকে ফোন করা হয়েছিল। আবার কুরেশিও একাধিকবার সদ্দামকে যোগাযোগ করেছিলেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এই কুরেশি কে তা জানকে গিয়েই এক প্রকার আইএস জঙ্গি যোগ বেরিয়ে আসে।

সদ্দাম-কুরেশি যোগ

সদ্দাম-কুরেশি যোগ

তদন্তকারীরা জানতে পেরেছেন টিকিয়াপাড়া থেকে গ্রেফতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহম্মদ সদ্দামের সঙ্গে ২ বছর আগে কুরেশির পরিচয় হয়েছিল। ২০১৯ সালে ৮ মাসের জন্য নয়ডায় গিয়েছিলেন সদ্দাম। সেখানেই কুরেশির সঙ্গে তাঁর পরিচয়। কুরেশি প্রাক্তন সিমি সদস্য। সিমি নিষিদ্ধ জঙ্গি সংগঠন। কুরেশির হাত ধরেই আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল সদ্দাম। তার কাছ থেকে আরবিতে লেখা কিছু লাইন পাওয়া গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন আইএস জঙ্গিদের সেই শপথ বাক্য পাঠ করানো হত। সেটাই লেখা রয়েছে সদ্দামের ডায়রিতে।

নাশকতার ছক

নাশকতার ছক

তদন্তকারীরা আরও জানতে পেরেছেন সদ্দাম কুরেশির সঙ্গে মিলে নাশকতার ছক কষছিলেন। খুন করার চেষ্টা করছিলেন সদ্দাম। কিন্তু কাকে খুন করবেন সেই লক্ষ্য স্থির ছিল না। ব্যর্থও হয়েছিলেন তিনি। নাশকতা চালানোয় এতটাই মরিয়া ছিলেন সদ্দাম যে নিজের টাকায় অস্ত্র কিনতে চেয়েছিলেন তিনি। ইতিমধ্যে আরও ৩ জনের মগজ ধোলাই করেছে তারা। সেই তিন জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে কলকাতা এসটিএফ। ভিনরাজ্যে তল্লাশি চালানো হচ্ছে।

খান্ডোয়া থেকে গ্রেফতার

খান্ডোয়া থেকে গ্রেফতার

মধ্যপ্রদেশের খান্ডোয়া থেকে গ্রেফতার করা হয়েছে আইএস মডিউলের মাথা আবদুল রকিব কুরেশিকে। তার কাছ থেকে একটি পেন ড্রাইভ, মোবাইল এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। সেগুলি খতিয়ে দেখছে তদন্তকারীরা। কুরেশির মোবাইল ফোন ঢেকে খতিয়ে দেখে আরও সন্দেহ ভাজনদের খোঁজ চালানো হচ্ছে। ইতিমধ্যেই একাধিক রাজ্যে তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশের এসটিএফ।

English summary
Kolkata STF arrested IS terrorist
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X