For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রীর লক্ষ্মী-ছাড়া স্টেডিয়াম উদ্বোধনে বিতর্ক হাওড়ার ঘুসুরিতে

মন্ত্রীর লক্ষ্মী-ছাড়া স্টেডিয়াম উদ্বোধনে বিতর্ক হাওড়ার ঘুসুরিতে

Google Oneindia Bengali News

হাওড়ার ঘুসুড়ি থেকেই উঠে এসেছেন লক্ষ্মীরতন শুক্লা। বাংলা ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন, ভারতীয় দলে সুযোগও পেয়েছেন। আইপিএল খেলেছেন, এলআরএস বাংলা স্পোর্টস আকাদেমি গড়ে সেখানে নানা বয়সের উদীয়মান ক্রিকেটারদের বিনামূল্যে ক্রিকেট প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। লকডাউন-সহ বিভিন্ন সময়ে যেখানেই কোনও খেলোয়াড় সমস্যায় পড়েছেন লক্ষ্মীর সহযোগিতা পৌঁছে গিয়েছে সকলের আগে। সেই লক্ষ্মীর ঘুসুড়িতেই এবার ফুটবল স্টেডিয়াম উদ্বোধনে তৈরি হল নয়া বিতর্ক।

স্টেডিয়াম উদ্বোধনে অরূপ

স্টেডিয়াম উদ্বোধনে অরূপ

লক্ষ্মীরতন শুক্লা রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী থাকাকালীন উত্তর হাওড়ায় ফুটবল স্টেডিয়াম তৈরির বিষয়ে উদ্যোগী হন। প্রস্তাব অনুমোদনের পর কীভাবে স্টেডিয়ামটি গড়ে তোলা হবে সে বিষয়েও দেখভাল করতেন। সম্প্রতি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে মন্ত্রিত্ব ত্যাগ করলেও বিধায়ক পদ ছাড়েননি। ঘুসুড়িতে সেই ফুটবল স্টেডিয়ামের আজ উদ্বোধন হল। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এই স্টেডিয়ামটির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারী, এইচআইটি-র চেয়ারম্যান সুলতান সিং-সহ অন্যান্য আধিকারিকরা। গত ২০১৮ সালের ৭জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্টেডিয়ামের শিলান্যাস করেছিলেন। এর প্রায় ৩২ মাসের মাথায় এদিন এই ফুটবল স্টেডিয়ামটি সকল ক্রীড়াবিদ ও ক্রীড়ামোদী মানুষকে উৎসর্গ করে খুলে দেওয়া হল।

ডাক পেলেন না লক্ষ্মী

ডাক পেলেন না লক্ষ্মী

যদিও স্টেডিয়াম উদ্বোধন নিয়ে বিতর্ক শুরু হয়েছে লক্ষ্মীর মতো ক্রিকেটার-বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডাক না পাওয়ায়। হাওড়ায় তৃণমূলের জেলা সভাপতি হওয়ার পরও বেশ কিছু কারণে ক্ষুব্ধ ছিলেন লক্ষ্মী। হাওড়ার রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া থেকে লক্ষ্মীরতন শুক্লা, সকলেরই সমস্যা অরূপ রায়কে নিয়ে। গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাও বারবার সামনে এসেছে। বৈশালী, রাজীব, রথীন চক্রবর্তীরা বিজেপিতে গেলেও এখনও তৃণমূলেই আছেন লক্ষ্মী। বৈশালী, রাজীব, রথীনরা অরূপ রায়ের বিরুদ্ধে মুখ খুললেও প্রকাশ্যে তেমন পথে হাঁটতে দেখা যায়নি লক্ষ্মীকে। তারপরও আজকের এই স্টেডিয়াম উদ্বোধনে লক্ষ্মীকে না ডাকার ঘটনা অবাক করেছে অনেককেই। ক্ষুব্ধ ক্রীড়ামোদী মানুষজনও।

কী বলছেন অরূপ?

কী বলছেন অরূপ?

স্টেডিয়াম উদ্বোধনে লক্ষ্মীর না থাকা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী অরূপ রায় বলেন,অবশ্যই তাঁকে আমন্ত্রণ জানানো উচিত ছিল। বিষয়টি আমি জানি না। এটি এইচআইটি-র অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে অরূপ রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২০১৮ সালের ৭ জুন এর শিলান্যাস করেছিলেন। আজকে স্টেডিয়ামের উদ্বোধন হচ্ছে। অত্যন্ত সুন্দর স্টেডিয়াম। তৈরি হয়ে পড়ে ছিল। আজকে একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে এখানে। ঘুসুড়ি এলাকায় আগে কোনও স্টেডিয়াম ছিলনা। এটি তৈরি করতে প্রায় ৪,৪৮,৬০,৩৪০ টাকা খরচ হয়েছে। এখানে আগামী দিনে খেলা হবে। বিভিন্ন টুর্নামেন্ট হবে। তবে স্টেডিয়ামটির ভালো করে রক্ষণাবেক্ষণ জরুরি। এখানে ভালো মাঠ হয়েছে। সুন্দর গ্যালারি হয়েছে। পুরসভা যাতে মাঠটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় তার অনুরোধ জানাব। মাঠে অনুমতি সাপেক্ষে খেলাধুলো করা যাবে। বয়স্ক ব্যক্তিরা যাতে এখানে মর্নিং ওয়াক করতে পারেন তার ব্যবস্থা করার অনুরোধ জানাব।

ধাক্কা খেয়েই চলেছে মিম! মালদায় ওয়েইসির দল ছেড়ে তৃণমূলে শতাধিক, কতটা চিন্তায় বিজেপি? ধাক্কা খেয়েই চলেছে মিম! মালদায় ওয়েইসির দল ছেড়ে তৃণমূলে শতাধিক, কতটা চিন্তায় বিজেপি?

English summary
Former Minister Of State Laxmi Ratan Shukla Not Invited To Inaugurate Stadium In His Area Of Howrah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X