For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো শতাধিক বছরের প্রাচীন প্রচুর রুপোর মুদ্রা! উলুবেড়িয়ার ফুলেশ্বরে চাঞ্চল্য

  • By সুমন আদক
  • |
Google Oneindia Bengali News

হাওড়ার উলুবেড়িয়ায় ফুলেশ্বরে মাটির নিচ থেকে উদ্ধার হলো প্রায় শতাধিক বছরের প্রাচীন মুদ্রা। বাড়ি তৈরির জন্য মাটি কাটার সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসে প্রাচীন রুপোর মুদ্রা। বুধবার বিকালে রুপোর এই মুদ্রা উদ্ধারের ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়ায় উলুবেড়িয়া পুরসভার ২১নং ওয়ার্ডের ফুলেশ্বর বৈকন্ঠপুরে।

ভীড় উপচে পড়ে এলাকায়। শেষে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, বুধবার সকাল থেকে স্থানীয় এক ব্যক্তির বাড়ি তৈরির জন্য মাটি কাটা হচ্ছিল। মাটি কাটার সময় মাটির নিচে একটি ঢাকনা দেওয়া মাটির হাঁড়ি দেখতে পান শ্রমিকরা।

মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো শতাধিক বছরের প্রাচীন প্রচুর রুপোর মুদ্রা! উলুবেড়িয়ার ফুলেশ্বরে চাঞ্চল্য

কৌতুহলবশত তাঁরা মাটির হাঁড়ির ঢাকনা খুলতেই ভিতরে একটি কাঁচের বোতলের মধ্যে রুপোর মুদ্রাগুলি দেখতে পান তারা। বাড়ির এক সদস্য জানান, বুধবার বাড়ি তৈরির জন্য মাটি কাটা হচ্ছিল। সেই সময় রুপোর মুদ্রা উদ্ধারের বিষয়টি জানতে পারেন।

৬০/৭০ টি মুদ্রা পাওয়া গেলেও জামাই কিছু মুদ্রা নিয়ে চলে যান। এখন তাঁর কাছে ২৭টি মুদ্রা আছে। অন্যদিকে, এলাকার চিকিৎসক প্রবীণ কুমার মান্না জানিয়েছেন, উদ্ধার হওয়া মুদ্রাগুলি শতাধিক বছরের পুরনো। উলুবেড়িয়া থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো শতাধিক বছরের প্রাচীন প্রচুর রুপোর মুদ্রা! উলুবেড়িয়ার ফুলেশ্বরে চাঞ্চল্য

অন্যদিকে মুদ্রা উদ্ধারের বিষয়ে পুলিস প্রশাসনের বক্তব্য, আপাতত মুদ্রাগুলি যার কাছে আছে সেখানেই থাকছে। পরবর্তী ক্ষেত্রে তদন্তের স্বার্থে প্রযোজন হলে মুদ্রাগুলি নিজেদের হেফাজতে নেওয়া হবে।

English summary
Digging the ground hundreds of years old silver coins came out in Phuleshwar in Uluberia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X