For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগাড়ে পঞ্চাশটি কবিতা! ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল উলুবেড়িয়ার খুদে

নাগাড়ে পঞ্চাশটি কবিতা! ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল উলুবেড়িয়ার খুদে

Google Oneindia Bengali News

রবি ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কিংবা বিদ্রোহী কবির 'লিচুচোর', বা পল্লীকবি জসীমউদ্দিনের 'মামার বাড়ি'র মতো বড়ো কবিতা অবলীলায় আবৃত্তি করতে পারে ছ'বছর তন্দ্রিতা। কবিতার প্রতি ছোটো থেকেই তার ভালোবাসা। সেই কবিতা বলেই এবার 'ইন্ডিয়া বুক অব রেকর্ডস'-এ নাম তুলল উলুবেড়িয়ার ছ'বছরের কন্যা তন্দ্রিতা মন্ডল।

৫০ টি কবিতা আবৃত্তি

৫০ টি কবিতা আবৃত্তি

মাত্র ছ'বছর বয়সে ৫০ টি কবিতা আবৃত্তি করেই এই শিরোপা পেল উলুবেড়িয়ার লতীবপুরের তন্দ্রিতা। তন্দ্রিতার পরিবার সূত্রে জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ২৫ টি কবিতার পাশাপাশি অন্যান্য কবির আরও ২৫ টি কবিতা সে আবৃত্তি করেছে। কবিতাগুলোর বেশিরভাগই বড়ো। কিন্তু মাত্র ছ'বছরেই অবলীলায় সে সমস্ত কবিতাগুলি আবৃত্তি করেছে।

মা'য়ের কাছে হাতেখড়ি

মা'য়ের কাছে হাতেখড়ি

তন্দ্রিতার বাবা পলাশ মন্ডল পুলিশে কর্মরত। খুব ছোটো থেকেই মা'য়ের কাছে তন্দ্রিতার আবৃত্তিতে হাতেখড়ি। তন্দ্রিতার মা অর্পিতা মন্ডলের কথায়, ছোটো থেকেই মেয়ের কবিতার প্রতি খুব ঝোঁক। দু'বছর বয়স থেকে আমার কাছে আবৃত্তি করে। রিতা মিত্রের কাছে বছরখানেক কবিতা শিখছে।

নিয়মিত চর্চা

নিয়মিত চর্চা

বাড়িতেও নিয়মিত চর্চা করে। খুব ছোটো বেলাতেই ও বহু কবিতা রপ্ত করে ফেলেছে। তাই 'ইন্ডিয়া বুক অব রেকর্ডস'-এ গত জুলাই মাসে আবেদন জমা করেছিলাম। ওনাদের নির্দেশ মোতাবেক তন্দ্রিতার আবৃত্তি করা ৫০ টি কবিতা ভিডিও করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠিয়েছিলাম। কিছুদিন আগেই তা স্বীকৃতি পেয়েছে। সোমবারই ক্যুরিয়ার মারফত লতীবপুরের বাড়িতে সম্মান, শংসাপত্র এসে পৌঁছেছে। এহেন সম্মানে স্বভাবতই খুশি ছোট্ট তন্দ্রিতা। তবে এতেই থেমে থাকতে রাজি নয় খুদে আবৃত্তিকার। তার কথায়, আরও অনেক অনেক কবিতা বলতে চাই। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অন্তর্গত একটি শহর ও পুরসভাধীন এলাকা। এটি উলুবেড়িয়া মহকুমার সদর দফতর। শহরটি কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ) আওতাধীন অঞ্চলের একটি অংশ। উলুবেড়িয়া তার শিল্প-বলয় এবং চিকিৎসা ব্যবস্থায় সমৃদ্ধির জন্য বিখ্যাত। ব্যাডমিন্টন শাটল কক উৎপাদনে উলুবেড়িয়া ভারতশ্রেষ্ঠ

ইন্ডিয়া বুক অফ রেকর্ড

ইন্ডিয়া বুক অফ রেকর্ড

২০০৬ সাল থেকে কাজ করছে এই সংস্থা। তাঁদের লক্ষ্য শুধু রেকর্ড তৈরি নয়, নতুন নতুন দিকে নয়া প্রতিভা তুলে আনাই হল ইন্ডিয়া বুক অফ রেকর্ডের লক্ষ্য। গত ১৭ বছর ধরে এই প্রতিভা তুলে আনার কাজ করে চলেছে। আমাদের ইলাস্ট্রেশন টিম আছে। সাত দেশের প্রতিনিধি এখানে কাজ করে। তাঁরা কেউ থাকেন ভিয়েতনামে, কেউ থাকেন আমেরিকায়, আবার মালয়েশিয়া, নেপাল্ম ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড থেকেও প্রতিনিধি রয়েছে এই দলে

বৃহত্তর বাংলাদেশ বানানোর চক্রান্ত! তপশিলি কমিশনে অভিযোগ জানাচ্ছে বঙ্গ বিজেপি বৃহত্তর বাংলাদেশ বানানোর চক্রান্ত! তপশিলি কমিশনে অভিযোগ জানাচ্ছে বঙ্গ বিজেপি

English summary
little girl put his name in to india book of record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X