For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Bengal Poll: খানাকুলের তৃণমূল প্রার্থীকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা

হুগলির খানাকুলের তৃণমূল প্রার্থী মুন্সি নাজিবুল করিমকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।একটি বুথে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ

  • |
Google Oneindia Bengali News

তৃতীয় দফাতেও ছবিটা বদলালো। অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে ৮০০ এরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। কিন্তু কোথায় কি? সকাল থেকে সর্বত্র সন্ত্রাসের ছবি। কোথাও বোমাবাজির খবর সামনে আসছে তো আবার খোদ প্রার্থীদের উপর হামলার অভিযোগ।

ক্রমশ উত্তপ্ত হচ্ছে বাংলার ভোট। বিরোধীদের অভিযোগ একের পর এক অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনকি, বহু জায়গাতে বিরোধীদের বিরুদ্ধেও সন্ত্রাস চালানোর অভিযোগ।

তৃণমূল প্রার্থীকে বাঁশ দিয়ে পেঠানোর অভিযোগ

তৃণমূল প্রার্থীকে বাঁশ দিয়ে পেঠানোর অভিযোগ

হুগলির খানাকুলের তৃণমূল প্রার্থী মুন্সি নাজিবুল করিমকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ। মারাত্মক এই অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। জানা যাচ্ছে, খানাকুলের একটি বুথে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পেয়ে সেখানে যান তৃণমূল প্রার্থী। সেখানে বুথ থেকে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়া হয় বলেও তাঁর অভিযোগ। আর সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তৃণমূল প্রার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ। জানা যাচ্ছে, বিজেপি সমর্থকরা তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ। একেবারে বাঁশ দিয়ে বেধড়ক মার বলে জানা যাচ্ছে। আহত প্রার্থী।

তৃণমূল প্রার্থী অশান্তি ছড়াতে এসেছেন

তৃণমূল প্রার্থী অশান্তি ছড়াতে এসেছেন

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসকদলের অভিযোগ, খানাকুল জুড়ে অশান্তি চালাচ্ছে বিজেপি আশ্রিত দুস্কৃতীরা। কেন্দ্রীয় বাহিনী প্রশাসন কিছুই করছে না বলে অভিযোগ। যদিও পালটা বিজেপির অভিযোগ, এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। তৃণমূল প্রার্থী অশান্তি ছড়াতে এসেছেন। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন তৃণমূল প্রার্থী। পালটা তাঁর অভিযোগ, তিনি বারেবারেই ঘটনার কথা জানিয়েছেন কমিশনকে। কিন্তু বাহিনী সঠিক সময়ে পদক্ষেপ নিলে তাঁকে এখানে আসতেই হত না।

ঘটনায় আক্রান্ত তৃণমূল প্রার্থী

ঘটনায় আক্রান্ত তৃণমূল প্রার্থী

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তৃণমূল প্রার্থী। তাঁর হাতে মারধরের দাগ রয়েছে। মাথা ফেটে গিয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, জামা ছিঁড়ে গিয়েছে। এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা। যদিও ঘটনার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। ব্যাপক ধরপাকড় করা হয়।

পালটা বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ

পালটা বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ

ফলতার বিজেপি প্রার্থী বিধান পাড়ুইয়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ। প্রার্থীকে ঘিরে ব্যাপক বিক্ষোভ তৃণমূলের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলল শাসকদল। বেলা বাড়তেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। কেন্দ্রীয় বাহুনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ। প্রশ্নের মুখে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা।

English summary
bjp-supporters-accused-of-khanakul-tmc-candidate-munshi-nazibul-karim-beating
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X