For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

BJP: দিদির দূতকে ধরে মারুন, পৌষ সংক্রান্তিতে নয়া নিদান সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের

BJP: দিদির দূতকে ধরে মারুন, পৌষ সংক্রান্তিতে নয়া নিদান সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের

  • By Partha Raha
  • |
Google Oneindia Bengali News

মকর সংক্রান্তির দিন হুগলিতে সভা মঞ্চ থেকে ফের বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। তিনি হুগলির জিরাটের সভা থেকে দিদির দূতদের তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন দিদির দূত হয়ে যাঁরা বাড়ি বাড়ি আসছেন তাঁরা দুর্নীতি গ্রস্ত। তাঁরা চড় মারলে আপনারাও ২ চারটে দিন। অভিযোগ শুনতে না চাইলে বেঁধে রেখে শোনাবেন।

পৌষ সংক্রান্তিতে নয়া নিদান সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের

পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। তাতে দিদির দূতরা বাড়ি বাড়ি ঘুরে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার কথা জানাবে এবং সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবে। জেলায় জেলায় এই কর্মসূচি শুরু করেছেন সাংসদ বিধায়করা। আর কর্মসূচি শুরু করতে গিয়ে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে শাসক দলের সাংসদ বিধায়কদের। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়েও বারবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। ডায়মন্ড হারবার, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া সহ একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়কদের। এমনকী অনুব্রতর গড়েও বিক্ষোভে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়কেও।

এরই মাঝে রবিবার হুগলিতে মকরসংক্রান্তি উপলক্ষ্যে জনসংযোগে দিয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। প্রথমে তিনি ত্রিবেনী যান। তারপর সেখান থেকে যান জিরাটে। সেখানে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে দিদির দূতদের মারের নিদান দিয়েছেন তিনি। দিদির দূতরা যাতে সহজে এলাকা থেকে বেরোতে না পারে তার জন্য মারের নিদান দিয়েছেন তিনি। লকেট চট্টোপাধ্যায় বলেছেন, , দিদির দ্যুতরা এখন বাড়ি বাড়ি যাচ্ছে। দিদির দূত আসছে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দূর্নীতি গ্রস্ত। চুরি করবে আবার চড় থাপ্পর মারবে। চড় মারলে আপনারাও ধরে চার পাঁচটা দিন। দিদির দূতরা অভিযোগ না শুনতে চাইলে ঘরে বেঁধে রেখে অভিযোগ শোনান। সরকার তাদের, পঞ্চায়েত তাদের অথচ জনগণের জন্য তারা কাজ করবে না। আবার অভিযোগ করতে এলে থাপ্পর মারা।আমি সামনে থাকলে তো চারটে থাপ্পর মারতাম।দিদির দূত দিদিকে বলো সুরক্ষা কবচ বিভিন্ন রূপে রূপে আসছে একই জিনিস বহুরূপী সেজে আসছে। সব চোর ডাকাত।বাড়ি বাড়ি গিয়ে আবার বলছে কি অসুবিধা হচ্ছে।অসুবিধা তো ওরাই।তাদের পাঠানো হচ্ছে।আবার চড় থাপ্পর মারছে।চড় মারলে ছেড়ে দেবেন না।

পাল্টা তোপ তৃণমূলের। লকেট চট্টোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের পাল্টা তোপ দিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব সভানেত্রী রুনা খাতুন বলেন, আমি শুনেছি মাননীয়া সাংসদ লকেট চ্যাটার্জি কুরুচিকর মন্তব্য করেছেন। তিনি বারবারই একই ঘটনা ঘটান। তিনি বলেছেন দিদির দূতেরা দিদির ভুত। আসলে ভূত দেখলে কারা ভয় পায়। আমি খুব অবাক হলাম দিদির প্রকল্প গুলো তিনি মুখস্ত বলে দিলেন দিদির সুরক্ষা কবজ, দিদির দ্যুত দিদিকে বলো সবই। অর্থাৎ বিজেপি শংকিত এইসব উন্নয়ন মানুষের কাছে পৌঁছে গেলে তারা বাংলা ছেড়ে পালানোর রাস্তা পাবেনা এমনিতেই বাংলাতে তাদের অস্তিত্ব নেই দূরবীন দিয়ে খুঁজতে হয়। তারপর আবার তিনি বলছেন দিদির দূতেদের ধরে মারবেন। এটা তার পক্ষে বলা সম্ভব কারণ যিনি ঈশ্বর বাগে সাম্প্রদায়িকতা করতে গেছিলেন। তিনি সবসময় একটা গুন্ডারাজ করতে চান। এটা লক্ষ্য করেছি। বিজেপির প্রত্যেকের কালচার এটা।

English summary
Locket Chatterjee attack Didi doot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X