খানাকুলে বিজেপি নেতার রহস্যমৃত্যু নিয়ে আরামবাগ থানায় বিক্ষোভ
স্বাধীনতা দিবসের দিন খানাকুলে বিজেপি নেতা সুদর্শন প্রামাণিকের রহস্য মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি এবং দিকে দিকে বিজেপি কার্যকর্তাদের মিথ্যা মামলায় অভিযুক্ত করার প্রতিবাদে আরামবাগ থানায় গিয়ে বিক্ষোভ দেখালেন আরামবাগ এলাকার বিজেপির নেতা কর্মীরা। আরামবাগ থানার পাশাপাশি, বুধবার এই দাবিতে হরিপাল, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ ও গোঘাট থানায় বিক্ষোভ দেখান বিজেপির জেলা নেতৃত্ব।

এদিন আরামবাগের গৌরহাটির মোড় থেকে মিছিল করে আরামবাগ থানায় যায় বিজেপির বিক্ষোভকারীরা। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদ এবং খানাকুলে তাদের কর্মী খুনের নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়। হাজির ছিলেন আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ, যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ ঘোষ, ৩৯ নম্বর জেড পি মণ্ডল সভাপতি শুভেন্দু কোলে প্রমুখ। অন্যদিকে, গোঘাটে বিক্ষোভ দেখাতে আসা বিজেপি কর্মীদের রাস্তায় আটকানো হয় বলে অভিযোগ বিজেপির।
বিজেপি জেলা নেতৃত্ব জানায়, গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে খানাকুল নতীবপুর এলাকায় তৃণমূল দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হন সুদর্শন প্রামানিক। দুর্ঘটনায় পুলিশ প্রশাসন নিশ্চুপ। সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবিতে এবং অপরাধীকে গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি।
বিজেপি জেলা নেতৃত্বের আরও দাবি, দোষীদের গ্রেফতার না করলে আমাদের আন্দোলন চলবে এবং আগামীদিনে আরও বড় আন্দোলনে যাব। এই খুনের প্রতিবাদে আমরা আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে প্রত্যেক থানায় থানায় বিক্ষোভ দেখানো হল। সাধারণ মানুষকে যতক্ষণ না নিরাপদে নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের অন্য আন্দোলন চলবে।
এছাড়াও তারা জানান, আরামবাগ মহকুমা জুড়ে বিজেপির নেতা কর্মীদের ওপর হামলা চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু পুলিশ বিজেপি কর্মীদের মিথ্যা কেশে ফাঁসিয়ে গ্রেফতার করছে।
রাজ্যে সুস্থতার হারে নয়া রেকর্ড! কলকাতায় সুস্থ ২৬ হাজারের বেশি, জেনে নিন আপনার জেলার অবস্থা
{quiz_300}