For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘অপারেশন লোটাসে’ বিধায়ক কেনা-বেচার টাকা উদ্ধার! বিজেপির ডিলিংয়ের অভিযোগ তৃণমূলেরও

‘অপারেশন লোটাসে’ বিধায়ক কেনা-বেচার টাকা উদ্ধার! বিজেপির ডিলিংয়ের অভিযোগ তৃণমূলেরও

Google Oneindia Bengali News

বাংলায় তৃণমূল সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড়-কুবেরের ধন। তারপর এই বাংলাতেই ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের কাছে থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। গাড়িতে করে সেই টাকা আনা হয়েছিল। স্বভাবতই প্রশ্ন উঠে গেল, ওই টাকার উৎস নিয়ে। কংগ্রেস ও তৃণমূল উভয়েরই অভিযোগ ওই টাকা অপারেশন লোটাসের।

বিজেপির ডিলিং হয়েছিল কলকাতা বসে?

বিজেপির ডিলিং হয়েছিল কলকাতা বসে?

সম্প্রতি মহারাষ্ট্রের সরকার ভাঙা হয়েছে অনৈতিকভাবে। শিবসেনা বিধায়কদের ভাঙিয়ে নিয়ে বিজেপি সমর্থিত সরকার গঠন করা হয়েছে। তারপর হুঙ্কার ছাড়া হয়েছিল একইভাবেব ভাঙা হবে ঝাডখণ্ড, রাজস্থান ও বাংলার সরকার। এখন তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠেছে, তবে কি ঝাড়খণ্ডের সরকার ভাঙতেই বিজেপির ডিলিং হয়েছিল কলকাতা বসে?

তিন কংগ্রেস বিধায়কের গাড়িতে ৪৯ লক্ষ টাকা

তিন কংগ্রেস বিধায়কের গাড়িতে ৪৯ লক্ষ টাকা

ঝাড়খণ্ডের তিন বিধায়ক-সহ পাঁচ কংগ্রেস নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারের পর তাঁদের জেরা করে জানা গিয়েছে তাঁরা কলকাতা থেকে মন্দারমণি যাচ্ছিলেন। তাঁদের গাড়িতে উদ্ধার হয় ৪৯ লক্ষ টাকা। ওই বিপুল পরিমাণ টাকা তাঁরা বস্ত্র কেনার জন্য রেখেছিলেন বলে জানিয়েছেন জেরায়। কিন্তু কেন গাড়িতে করে অত পরিমাণ লিকুইড মানি নিয়ে যাচ্ছিলেন, তা তো বেআইনি, তার কোনও সদুত্তর মেলেনি।

কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের এক দাবি

কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের এক দাবি

ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের গাড়ি থেকে ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর বাংলার প্রদেশ সভাপতি অধীর চৌধুরী বলেন, অপারেশন লোটাসের টাকা হতে পারে ওইসব। তৃণমূল কংগ্রেসের তরফে দেবাংশু ভট্টাচার্যও প্রশ্ন তোলেন, কলকাতায় বসে ঝাড়খণ্ডের কংগ্রেস জোট সরকার ভাঙার ডিলিং চলছিল না তো? সেই ডিলিংসের টাকাই কংগ্রেস বিধায়কদের কাছ থেকে মিলতে পারে!

বিধায়ক কেনাবেচার টাকা হতে পারে

বিধায়ক কেনাবেচার টাকা হতে পারে

কংগ্রেস ও তৃণমূল উভয়ের মুখেই শোনা গিয়েছে, ওই টাকা বিধায়ক কেনাবেচার হতে পারে। উদ্ধার হওয়া ওই টাকা হতে পারে ক্রস ভোটিংয়ের ভেট! কয়েক দিন আগেই দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, সেখানে ঝাড়খণ্ড রাজ্য বিধানসভায় ক্রস ভোটিং হয়েছে বলে অভিযোগ ওঠে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিজেপির প্রার্থীকে ভোট দেওয়ার ঘোষণা আগেই করে দেয়। কংগ্রেস বিধায়করাও অনেকে ভোট দেন বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে।

ক্রস ভোটিংয়ের ভেট না অপারেশন লোটাস

ক্রস ভোটিংয়ের ভেট না অপারেশন লোটাস

অভিযোগ, কংগ্রেসের সাত থেকে ১০ জন বিধায়ক ক্রস ভোটিং করেছেন। ঝাড়খণ্ডের এক বিজেপি বিধায়ক ফলাও করে এই দাবি করেছেন। তারপর বিজেপির হুমকি, ঝাড়খণ্ডের সরকার ভাঙার। দুয়ে মিলে কংগ্রেস বা এ রাজ্যের তৃণমূল কংগ্রেস মনে করছে ক্রস ভোটিংয়ের ভেট স্বরূপ বা অপারেশন লোটাসই ওই টাকার উৎস।

টাকা উদ্ধারে বিজেপির পাল্টা জবাব

টাকা উদ্ধারে বিজেপির পাল্টা জবাব

কংগ্রেস ও তৃণমূলের অপাশেন লোটাস বা ক্রস ভোটিংয়ের ভেট তত্ত্বের কড়া জবাব দিয়েছে বিজেপি। বিজেপির তরফে জানানো হয়েছে, নিজেদের দোষ ঠাকতে ওরা এইসব তত্ত্ব খাঁড়া করছে। মানুষের কাছে সব পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আর ওসব বলে মুখ লোকানো যাবে না। কংগ্রেস আর তৃণমূল উভয় দলেরই দুর্নীতির বাসা। তা ক্রমে সামনে আসছে।

কোথা থেকে এল অত টাকা

কোথা থেকে এল অত টাকা

ধৃত কংগ্রেস বিধায়করা দাবি করেছেন, তাঁরা কলাতা থেকে মন্দারমণি যাচ্ছিলেন। সেখান থেকে ফিরে তাঁদের বড়বাজারে শাড়ি হাউস থেকে আদিবাসী উৎসবের শাড়ি কেনার কথা ছিল। কিন্তু এত টাকা নিয়ে তাঁরা কেন মন্দারমণি যাচ্ছিলেন, কেন স্রেফ শাড়ি কেনার জন্য এত টাকা, তার সদুত্তের মেলেনি, হাওড়া পুলিশ তা জানার চেষ্টা চালাচ্ছে, কোথা থেকে এল অত টাকা।

সঞ্জয় রাউতের বাড়িতে ইডি হানা, রাজনৈতিক অভিষন্ধি দেখছে শিবসেনার উদ্ধব শিবিরসঞ্জয় রাউতের বাড়িতে ইডি হানা, রাজনৈতিক অভিষন্ধি দেখছে শিবসেনার উদ্ধব শিবির

English summary
BJP is alleged of operation lotus and vet for cross vote after liquid money rescued from Congresses MLA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X