For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই চাইলে প্রাণনাশের হুমকি! আমতার ছাত্রনেতা আনিস খান মৃত্যু-রহস্যে নয়া মোড়

সিবিআই চাইলে প্রাণনাশের হুমকি! আমতার ছাত্রনেতা আনিস খান মৃত্যু-রহস্যে নয়া মোড়

  • |
Google Oneindia Bengali News

আমতার ছাত্রনেতা আনিস খান মৃত্যু-রহস্যের উদ্ঘাটন এখনও হয়নি। সেদিক দিয়ে দেখতে গেলে শুরুই হয়নি তদন্ত। আনিসের পরিবার অনড় সিবিআই তদন্তের দাবিতে। জেলা পুলিশ বা সিটকে কোনও তথ্য দিতে রাজি হয়নি। এমনকী আনিসের ফোনও দেওয়া হয়নি সিটের হাতে। এই পরিস্থিতিতে আনিসের পুরো পরিবারকে খুনের হুমকি দেওয়া হল।

সিবিআই চাইলে প্রাণনাশের হুমকি! আমতার ছাত্রনেতা আনিস খান মৃত্যু-রহস্যে নয়া মোড়

মঙ্গলবার রাতে আনিসের জানা সাবির খানের মোবাইলে হুমকি ফোন আসে বলে জানান তিনি। রাত টা ৪ মিনিট নাগাদ ফোন করে আনিসের দাদাকে বলা হয় সিবিআই তদন্ত চাইলে প্রাণে মেরে দেব। এরপর আনিসের দাদা সাবির ফোনের রেকর্ডিং অন করার পর ফোনের অপরপ্রান্ত থেকে বলা হয়, কী রে শুনতে পাচ্ছিস না। সাবির বলেন, না কী বলছেন। আবার বলা হয়, সিবিআই তদন্ত চাইলে পুরো পরিবারকে শেষ করে দেব।

এই ঘটনায় আনিস-রহস্যে নয়া মোড় এসেছে। মঙ্গলবার একাধিকবার সিটের প্রতিনিধিরা বারবার যান আনিসের বাড়িতে। আনিসের বাবাবা-দাদার সঙ্গে কথা বলেন। তাঁদেরকে তদন্তে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। কিন্তু আনিসের বাবা-দাদার মুখে সিবিআই ছাড়া অন্য কোনও শব্দ শুনতে পাওয়া যায়নি। তাঁরা সাফ জানান, যে পুলিশ আনিসকে খুন করল, তাঁদের হাতে কোনও প্রমাণ তুলে দেব না।

‌ইউক্রেন থেকে নাগরিকদের নিয়ে ভারতের মাটি ছুঁল বিশেষ বিমান‌ইউক্রেন থেকে নাগরিকদের নিয়ে ভারতের মাটি ছুঁল বিশেষ বিমান

আনিসের পরিবারের দাবি, পুলিশ বা সিটের হাতে মোবাইল তুলে দিলে, সমস্ত প্রমাণ লোপাট হয়ে যাবে। আনিসের মোবাইল নিজেদের হাতে চেয়ে নোটিশ দেন তদন্তাকারীরা। নোটিস নেওয়ার আগে ১০ মিনিট সময় চায় পরিবার। নিজেদের মধ্যে আলোচনার পর মোবাইল পুলিশের হাতে তুলে দিয়ে রাজি হননি আনিসের পরিবারের সদস্যরা।

রাতে পুলিশকে ফিরিয়ে দেওয়ার পর বাড়ির প্রত্যেকেই ঘুমিয়ে পড়ে। আনিসের দাদার দাবি, রাতে ১.০৪ মিনিটে তাঁর মোবাইলে একটা অজানা নম্বর থেকে ফোন আসে। সেই ফোনেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অজানা কণ্ঠস্বর জানায়, সিবিআই তদন্ত করলে পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলা হবে। তবে সেই হুমকির পরও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়নি। যদিও অডিওটি প্রকাশ্যে আসার পর আমতা থানার পুলিশ স্বত্বপ্রণোদিতভাবে নিরাপত্তা প্রদান করেছে।

এদিকে বুধবার সকালেই বাগনান থানার আইসি সৌমেন বন্দ্যোপাধ্যায় মৃত ছাত্রনেতা আনিসের বাড়িতে যান। তিনি আনিসের বাবা ও দাদা-সহ পরিবারের সকলের সঙ্গে কথা বলেন। তাঁর আর্জি কবর থেকে তুলে আনিসের দেহ আবারও ময়নাতদন্ত করার। কারণ আধিকারিকরা মনে করছেন তদন্তের স্বার্থে আনিসের নখের নমুনা এবং কোন হাড়ে আঘাত রয়েছে, তা জানান দরকার।

সিটের আধিকারিকরা দ্বিতীয়বার ময়নাতদন্তের কথা জানিয়েছেন। এবার ময়নাতদন্ত কলকাতার হাসপাতালে হবে বলেও জানান বাগনান থানার আইসি। কিন্তু আনিসের পরিবার তা মানতে নারাজ। আনিসের বাবা বলেন, ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে ফরেনসিকের রিপোর্ট যদি না মেলে তখন ফের ময়নাতদন্তের প্রশ্ন।

আনিসের পরিবার সাফ জানিয়ে দিয়েছে সিবিআই যদি আসে তাঁদের হাতে সব তুলে দেব। নতুবা আদালত বললে দেব। পুলিশকে আমাদের কোনও বিশ্বাস নেই। রাজ্য পুলিশ বা সিটকে তাই কিছু দেব না। ময়নাতদন্তও চাই না সিটের তত্ত্বাবধানে। সিটের সদস্যরা বোঝান, আপনারা সুবিচার পাবেন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। কিন্তু অনড় পরিবার।

English summary
Anis Khan’s ender brother gets threat-phone of murder if they want CBI investigation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X