For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের আগে বস্তিতে বস্তিতে টাকা দেওয়া হচ্ছে! বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল প্রার্থীর

টাকা ছড়ানো হচ্ছে। আর তা বিজেপি ভোটের আগে দিচ্ছে। এমন আশঙ্কার কথা বারবার শোনা গিয়েছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এমনকি, প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেন যে, ওদের অনেক টাকা।

  • |
Google Oneindia Bengali News

টাকা ছড়ানো হচ্ছে। আর তা বিজেপি ভোটের আগে দিচ্ছে। এমন আশঙ্কার কথা বারবার শোনা গিয়েছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এমনকি, প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেন যে, ওদের অনেক টাকা।

আর সেই ভোটের আগে দেওয়া হচ্ছে। আর সেই টাকা নিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার কথাও বলছেন পিসি-ভাইপো! এবার একই অভিযোগে সরব হলেন তৃণমূল নেতা অরূপ রায়। ভোটের আগে টাকা ছড়ানোর অভিযোগ তাঁর। যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।

 বস্তিতে টাকা দেওয়া হচ্ছে

বস্তিতে টাকা দেওয়া হচ্ছে

ভোটের আগে বস্তিতে বস্তিতে টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ অরূপ রায়ের তিনি বলেন, ওদের ( বিজেপি ) বিদেশ থেকে অনেক টাকা এসেছে। হাওলার টাকা এসেছে। সেই টাকা ভোটে ওরা খরচ করছে। মানুষকে বস্তিতে বস্তিতে টাকা দেওয়া হয়েছে এমন খবরও আমাদের কাছে আছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি অরূপ রায়ের। কিন্তু ওরা যাই করুক, অন্য রাজ্যে কি হয় জানি না, টাকা ছড়িয়ে বাংলায় নির্বাচন হয় না বলেই মন্তব্য তৃণমূল নেতার।

বাংলার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন

বাংলার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন

বাংলার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন বলে মনে করেন অরূপ রায়। বলেন, বাংলার মানুষকে পয়সা দিয়ে কেনা যায় না। শনিবার বিকেলে মধ্য হাওড়ায় নেতাজি সুভাষ রোডে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্য্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মধ্য হাওড়া কেন্দ্রের প্রার্থী অরূপ রায় আর বলেন, "ওরা ( বিজেপি ) যেনতেন প্রকারে বাংলা দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে। তামিলনাড়ুতে যেখানে এক দফায় নির্বাচন হচ্ছে, সেখানে বাংলায় আট দফায় নির্বাচন হচ্ছে। এই বৈষম্য কেন জানিনা! মন্তব্য তাঁর।

২২৫টার বেশি আসন পাব

২২৫টার বেশি আসন পাব

অন্যদিকে অরূপ রায় আরও বলেন যে, বাংলায় যদি ২৯৪টা আসনের জন্য ২৯৪ দফাতেও নির্বাচন হয়, তাহলেও আমরা ২২৫টার বেশি আসন পাব। এমনটাই আত্মবিশ্বাস তৃণমূল প্রার্থীর। অরূপ রায় আরও বলেন, "বিজেপিকে ভোট দিলে বাংলার সংস্কৃতি শেষ হয়ে যাবে। বাংলার মা বোনেদের সম্মান রক্ষা করা মুশকিল হয়ে যাবে। তাই ওদের ভোট নয়। বাংলায় গণতন্ত্র, শান্তি, সম্প্রীতি, ঐক্য বজায় থাকুক এটাই বাংলার মানুষ চায়। তাই আগামী নির্বাচনে তাঁরা এটা প্রমাণ করে দেবেন।"

কয়েকদিন আগেই প্রচারে টাকা ছড়ানোর অভিযোগ তোলেন মমতা

কয়েকদিন আগেই প্রচারে টাকা ছড়ানোর অভিযোগ তোলেন মমতা

গত কয়েকদিন আগেই বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমি জানি বিজেপির কিছু কিছু লোক আপনাদের কাছে টাকা ছড়াবে। দু'একজন গদ্দারকে জানি। তারা এখন বিজেপি করছে। তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে। বহিরাগত গুণ্ডারা এসে ভোট লুঠ করে নিয়ে যাবে। বিজেপি ক্ষমতায় এলে সব লুঠ হয়ে যাবে। দুরাচার আর দুঃশাসনের পার্টি বিজেপি। কুৎসা আর অপপ্রচারের কারখানা বিজেপি।" শুধু মমতাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেন, ওদের অনেক টাকা। ভোটের আগে টাকা দেবে। ওরা দিলে নিয়ে নেবেন। জানবেন ওটা আপনারই টাকা।

তীব্র প্রতিবাদ বিজেপি

তীব্র প্রতিবাদ বিজেপি

ভোটের মুখে টাকা ছড়াচ্ছে বিজেপি! এহেন অভিযোগের তীব্র প্রতিবাদ করে বিজেপি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে বিজেপিকে আক্রমণ করে চলেছেন। জঙ্গলমহলে তৃণমূলের অবস্থান নেই। তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন। মানুষ ঠিক করে ফেলেছে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার আসবে না। তৃণমূলের বিদায় নিশ্চিত। আর সেই কারনেই এই সমস্ত মিথ্যা তথ্য সামনে আনছে বলে দাবি তাঁর।

English summary
ahead of west bengal assembly election 2021 tmc leader arup ray attack bjp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X