For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ন্যানো ভুলে যান, ক্ষমতায় আসলেই সিঙ্গুরে বড় শিল্প তৈরির আশ্বাস শাহের

সিঙ্গুরে রোড শো অমিত শাহের। নন্দীগ্রামের পর সিঙ্গুরকে টার্গেট করে প্রচারে ঝাঁপাচ্ছে বিজেপি। সিঙ্গুরে এবার বিজেপি প্রার্থী করেছে দলবদলি তৃণমূল কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। সিঙ্গুরে এবার তাঁর প্রতিপক্ষ বেচারাম।

  • |
Google Oneindia Bengali News

সিঙ্গুরে রোড শো অমিত শাহের। নন্দীগ্রামের পর সিঙ্গুরকে টার্গেট করে প্রচারে ঝাঁপাচ্ছে বিজেপি। সিঙ্গুরে এবার বিজেপি প্রার্থী করেছে দলবদলি তৃণমূল কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে।

সিঙ্গুরে এবার তাঁর প্রতিপক্ষ বেচারাম। লড়াই হাড্ডাহাড্ডি। এক সময়ে একই দলের হয়ে লড়াই করলেও কোনওদিনই জমেনি সিঙ্গুরের মাস্টারমশাই এবং বেচারামের মধ্যে। বারবার দুজনের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। যা নিয়ে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে শাসকদলকে। এবারও লড়াই দুজনের মধ্যে। তবে এবার দুজনের লড়াই দু দলের মধ্যে।

নন্দীগ্রামের পর বিজেপির নজর সিঙ্গুর

নন্দীগ্রামের পর বিজেপির নজর সিঙ্গুর

আজ বুধবার রাজ্যে চারটি সভা করবেন অমিত শাহ। আজ প্রথম সভা ছিল সিঙ্গুরে। নন্দীগ্রামের পর এবার সিঙ্গুরকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। নন্দীগ্রামেও শুভেন্দুর হয়ে রোড শো করেছিলেন অমিত শাহ। এবার সিঙ্গুরে রোড শো করলেনব তিনি। এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে দলবদলি তৃণমূল কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তাঁর হয়েই সিঙ্গুরে রোড শো অমিত শাহের। শাহের রোড শোয়ে কয়েক হাজার মানুষের, ভিড় ছিল। রোদ উপেক্ষা করেই বিপুল মানুষের সমাগম ছিল সেখানে।

ক্ষমতায় আসলেই সিঙ্গুরে শিল্প

ক্ষমতায় আসলেই সিঙ্গুরে শিল্প

যে সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী পদের জন্যে সহজে এগিয়ে দিয়েছিল। সেই সিঙ্গুরে শক্তি প্রদর্শন করলেন অমিত শাহ। একই সঙ্গে মমতাকে তীব্র আক্রমণ করলেন তিনি। শাহ বলেন, বাংলায় ক্ষমতায় আসলেই সিঙ্গুরে বড় শিল্প তৈরি হবে। ন্যানো ফের সিঙ্গুরে ফিরবে কিনা এই বিষয়ে শাহের কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, ন্যানো আসবে কিনা জানি না। বাংলা জুড়ে শিল্প তৈরি হবে। কর্মসংস্থানের নয়া পথ তৈরি হবে বাংলায়। অমিত শাহ বলেন, বিজেপির শিল্পনীতি মেনেই বাংলা জুড়ে ছোট বড় শিল্প তৈরি হবে বলে মন্তব্য অমিত শাহের।

'সিঙ্গুরে কৃষিভিত্তিক শিল্প হবে'

'সিঙ্গুরে কৃষিভিত্তিক শিল্প হবে'

যে সিঙ্গুর মমতাকে মুখ্যমন্ত্রী পদের দিকে এগিয়ে দিয়েছে সেই সিঙ্গুরই মুখ ঘুরিয়েছে। এখনও পর্যন্ত সেখানে কিছু না হওয়াতে হতাশ সেখানকার মানুষ। আর তা বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে জয় পায় বিজেপি। লোকসভা ভোটের ফলাফলের নিরিখে এগিয়ে বিজেপি। এই অবস্থায় গত কয়েকদিন আগে সিঙ্গুর ভোট প্রচারে গিয়ে শিল্পায়নের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তৃণমূল সরকারে এসে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী নিয়েছে। সেই খতিয়ান তুলে ধরার পাশাপাশি মমতা বলেন, ১১ একর জমি সিঙ্গুরে রেখেছি। সেখানে কৃষিভিত্তিক শিল্প হবে বলে প্রতিশ্রুতি দেন মমতা। আর এর ফলে সিঙ্গুরে অনেকের কর্মসংস্থান হবে বলে আশ্বাস তাঁর। মন্তব্য, আগামিদিনে চাকরির জন্যে বাইরে যেতে হবে না এলাকার ছেলেমেয়েদের।

ভোটের আগে সিঙ্গুরে শিল্প-ঘোষণা

ভোটের আগে সিঙ্গুরে শিল্প-ঘোষণা

ভোটের আগে সিঙ্গুর নিয়ে উঠে পড়ে লাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা শিল্পায়নের বার্তা অমিত শাহের মুখেও। ভোট ঘোষণার কয়েকমাস আগে সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'কৃষি আমাদের গৌরব, শিল্প সম্পদ।' সেই সময় মমতা বলেন, 'সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাসস্ট্রিয়াল পার্ক তৈরি করছি। সেখানকার ফসল সুজলা, সুফলা। ১১ একর জমির উপরে পার্ক তৈরি করছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্রশিল্প উন্নয়ন নিগম। সিঙ্গুর রেলস্টেশনের কাছে জমি ঘেরা শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক শিল্পপতিদের ১০ থেকে ৩০ কাটার প্লট দেওয়া হবে। বড় প্লটও থাকছে। শিল্পপতিদের ইচ্ছা অনুযায়ী পরিকল্পনাও করতে পারি।' এদিন ফের একবার এই বিষয়টিকেই তুলে আনলেন তিনি। অন্যদিকে অমিত শাহ জানালেন যে, বাংলায় বিজেপি ক্ষমতায় আসলেই শিল্প থেকে কর্মসংস্থান।

English summary
ahead of west bengal assembly election 2021 amit shah road show at singur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X