ত্রিকোণ সম্পর্কের জের, বধূর উপর অ্যাসিড হামলা আরামবাগে
এক গৃহবধূর ওপর অ্যাসিড ছোড়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগ আরান্ডি দুই নম্বর অঞ্চলের রায়পুর এলাকায়। ঘটনায় অভিযুক্ত যুবক নাম সন্দীপ দেবনাথকে গ্রেফতার করেছে আরামবাগ থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর সঙ্গে ওই যুবকের একসময় প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকে ওই গৃহবধূর সরে আসেন। তারপর গৃহবধূ আর যুবকের সঙ্গে সম্পর্ক রাখেনি। এরপরেই নানাভাবে হেনস্থা করতে থাকে ওই যুবক।

এরপর এদিন ওই মহিলা যখন বাড়ি থেকে বের হন। সেই সময় ওই যুবক তার ওপর অ্যাসিড ছুঁড়েন বলে অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। আক্রান্ত গৃহবধূকে স্থানীয় বাসিন্দারা ও পরিবারের লোকজন আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে।
পরে ওই মহিলার মা শেফালী পাত্র তিনি আরামবাগ থানায় ওই যুবকের নামে অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। শনিবার ওই অভিযুক্ত যুবককে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।