For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেল লাইনে পয়সা নিয়ে খেলা, ট্রেনের ধাক্কায় ৩ কিশোরের

Google Oneindia Bengali News

উলুবেড়িয়ায় বিষাদের ছায়া। ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তিন কিশোরের। আহত আরও এক কিশোর। বৃহস্পতিবার রাত পৌনে ন'টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া স্টেশনের অদূরে ডোমপাড়া এলাকায়। জানা গেছে, মৃত তিন কিশোরের নাম আমিনূর মোল্লা, জসিম মোল্লা ও সেখ নাসিরউদ্দিন৷ আহত কিশোরের নাম নূর আলম।

প্রত্যেকেই কিশোর বলে জানা গেছে। সকলেই উলুবেড়িয়া লাগোয়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে চার কিশোর উলুবেড়িয়া স্টেশন থেকে কিছুটা দূরে মিডিল লাইনে পয়সা নিয়ে খেলা করছিল। সেই সময় হঠাৎ লোকাল ট্রেন চলে আসায় তিন কিশোর ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। একজন কিশোর ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উলুবেড়িয়া থানার পুলিশ এবং রেল পুলিশ। আহতকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে।

লাইনে পয়সা নিয়ে খেলা, ট্রেনের ধাক্কায় ৩ কিশোরের

মহারাষ্ট্রের নাসিকের কাছে ট্রেন দুর্ঘটনা। লোকমান্য তিলক টার্মিনাস-জয়নগর অন্ত্যোদয় এক্সপ্রেসের ১০ বগি এদিন লাইনচ্যুত হয় মহারাষ্ট্রের নাসিকের কাছে লাহাবিট এবং দেবলালীর মধ্যে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বিকেল ৩.১০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

মধ্যরেলের সিপিআরও জানিয়েছেন ১১০৬১ এলটিটি-জয়নগর এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হয়েছে মহারাষ্ট্রের নাসিকের কাছে। বিকেল ৩.১০ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন এবং মেডিক্যাল ভ্যান পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মধ্য রেলের সিপিআরও।

জ্ঞানেশ্বরীর স্মৃতি দিয়েছিল বাংলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। প্রায় ৭০০ যাত্রী নিয়ে বিকানির থেকে রওনা হয় এই ট্রেন। যদিও হাওড়ায় আসার আগে একাধিক স্টেশনে দাঁড়ায় এই ট্রেন।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত স্পষ্ট নয় ভয়াবহ এই রেল দুর্ঘটনার কারন। তবে তদন্তের কারন হিসাবে একাধিক বিষয় উঠে আসছে। তবে প্রাথমিক তদন্তে রেল আধিকারিকদের দাবি, রেল লাইনে সমস্যার কারনেই এই দুর্ঘটনা হতে পারে। এমনকি ফাটলের বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না রেল আধিকারিকরা। তবে এই ঘটনার পিছনে নাশকতার কোনও সম্ভাবনা নেই বলেই দাবি আধিকারিকদের।

অন্যদিকে একেবারে মেন লাইনে এই দুর্ঘটনা ঘটায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে ওই লাইনের সম্পূর্ণ ট্রেন চলাচল। বিশেষ করে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণের যোগাযোগ কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে এই ঘটনায়। ঘটনার পরেই লাইনে দাঁড়িয়ে গিয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। বীরভূমের কোপাই স্টেশনের কাছে আটকে রয়েছে গুয়াহাটি-সরাইঘাট এক্সপ্রেস। এছাড়াও বহু ট্রেন অস্বাভাবিক দেরিতে ছাড়ছে। এছাড়াও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের যে সমস্ত স্টেশন থেকে যে সমস্ত ট্রেন ছাড়ার কথা রিয়েছে সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বদলানো হচ্ছে সময়

English summary
uluberia train accident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X