For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Gujarat Election Exit Poll: গুজরাতে ভোটের হার কমলেও বিজেপির আসন বাড়ার ইঙ্গিত দিল রিপাবলিক

Google Oneindia Bengali News

গুজরাত বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়েরই আভাস দিচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম। ভোটদান শেষ হওয়ার পরই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে বুথফেরত সমীক্ষা। রিপাবলিক টিভির বুথফেরত সমীক্ষায় দেখানো হচ্ছে, গুজরাতে ভোটের হার বিজেপির সামান্য কমলেও আসন বাড়ছে অনেকটাই। ধারেকাছে নেই বিরোধীরা।

আগের বিধানসভা ভোটে

আগের বিধানসভা ভোটে

২০১৭ সালে বিজেপি গুজরাত বিধানসভা নির্বাচনে পেয়েছিল ৪৯.১ শতাংশ ভোট। সেবার প্রাপ্ত ভোটের হার ১.২ শতাংশ বাড়লেও আসন কমে গিয়েছিল ১৬টি। কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ছিল ৪১.৪ শতাংশ, প্রাপ্ত ভোটের হার ২.৫ শতাংশ বাড়িয়ে আসন সংখ্যা ১৬টি বাড়িয়েছিল তারা। গত বিধানসভা নির্বাচনে গুজরাতে কংগ্রেসের আসন সংখ্যা ছিল ৭৭। আম আদমি পার্টি পেয়েছিল ০.১ শতাংশ ভোট। সেবার কোনও আসন পায়নি। ভারতীয় ট্রাইবাল পার্টি ২টি আসন পেয়েছিল। নির্দল পেয়েছিল তিনটি আসন। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির ঝুলিতে গিয়েছিল ১টি আসন।

গেরুয়া ঝড়ের আভাস

গেরুয়া ঝড়ের আভাস

রিপাবলিক-পি মার্কের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ভোটদানের নির্ধারিত সময় (বিকেল ৫টা) শেষ হওয়ার পরই বুথফেরত সমীক্ষা অনুযায়ী ১৮২ আসনের গুজরাত বিধানসভায় বিজেপি পেতে পারে ১২৮ থেকে ১৪৮টি আসন। কংগ্রেস জোট পেতে পারে ৩০ থেকে ৪২টি আসন, আপের ঝুলিতে আসতে পারে ২ থেকে ১০টি আসন এবং অন্যান্যরা পেতে পারে ০ থেকে ৩টি আসন। ফলে বোঝাই যাচ্ছে বিজেপি যেমন এবার আসন সংখ্যা অনেকটাই বাড়িয়ে নিয়ে যেতে পারছে, তেমনই গেরুয়া ঝড়়ে হাতকে প্রায় হাফ-এ নিয়ে আসছে। তবে আপ এবার খাতা খুলতে পারে মোদী-অমিত শাহের রাজ্যে।

প্রাপ্ত ভোটের সম্ভাব্য হার

প্রাপ্ত ভোটের সম্ভাব্য হার

বুথফেরত সমীক্ষায় এবার নজর রাখা যাক, কোন দল কত শতাংশ ভোট পেতে পারে। রিপাবলিক-পি মার্কের সমীক্ষায় দেখা যাচ্ছে, বিজেপি পেতে পারে ৪৮.২ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৩২.৬ শতাংশ ভোট। আপ পেতে পারে ১৫.৪ শতাংশ ভোট। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৩.৮ শতাংশ ভোট।

রেকর্ড আসন?

রেকর্ড আসন?

১৯৯৫ সাল থেকে গুজরাতের শাসনভার রয়েছে বিজেপির দখলে। এবারই আসন সংখ্যার নিরিখে বিজেপির সর্বকালীন রেকর্ড গড়ার আভাস মিলছে বুথফেরত সমীক্ষায়। ১৯৯৫ সালে বিজেপি পেয়েছিল ১২১টি আসন, ১৯৯৮ সালে ১১৭টি আসন, ২০০২ সালে তা বেড়ে হয় ১২৭। ২০০৭ সালে ১১৭, ২০১২ সালে ১১৫ এবং ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৯৯টি আসন। এবার রিপাবলিক-পি মার্কের আভাস মিলে গেলে রেকর্ড সংখ্যক আসন নিয়ে সরকার গড়বে বিজেপি।

English summary
Gujarat Assembly Election 2022 Exit Poll: BJP Will Win More Seats Than 2017 Predicts Republic TV. According To Exit Poll BJP May Get Minimum 128 Seats In Gujarat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X