For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া বিশ্বকাপ থেকে অনেক দূরে, কী বলছেন ইব্রাহিমোভিচ

ইব্রা বলছেন, তিনি না থাকায় বিশ্বকাপের পুরো মজাটাই ভক্তরা নিতে পারবেন না। কোথাও যেন জৌলুস হারিয়ে যাবে।

  • |
Google Oneindia Bengali News

জ্লটান ইব্রাহিমোভিচ। সুইডেনের এই তারকা ফুটবলারকে সারা বিশ্ব চেনে এক ডাকে। ক্লাব স্তরে তো বটেই, আন্তর্জাতিক স্তরেও নানা অবিশ্বাস্য গোল করে কীর্তি গড়েছেন ইব্রা। এবারের রাশিয়া বিশ্বকাপে সুইডেন খেললেও নেই তিনি। কারণ ২০১৬ সালে অবসর নিয়ে ফেলেছেন।

রাশিয়া বিশ্বকাপ থেকে অনেক দূরে, কী বলছেন ইব্রাহিমোভিচ

এই মুহূর্তে ৩৬ বছর বয়সী ইব্রা লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ক্লাবের হয়ে খেলছেন। সুইডেন দলে নেই। দেশের হয়ে ১১৬টি ম্যাচে তিনি ৬২টি গোল করেছেন। ২০০১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত খেলেছেন। ইব্রা বলছেন, তিনি না থাকায় বিশ্বকাপের পুরো মজাটাই ভক্তরা নিতে পারবেন না। কোথাও যেন জৌলুস হারিয়ে যাবে।

সুইডেনের কেমন সম্ভাবনা রয়েছে বিশ্বকাপে? ইব্রাহিমোভিচ বলছেন, অনেক বড় দলকে হারিয়ে মূল পর্বে খেলার সুযোগ জুটিয়েছে সুইডেন। ফলে ভালো কিছু আশা করা যেতেই পারে। নিজেদের সেরা সময়ে থাকলে ভালো ফল হবেই।

সুইডেন ১৯৯৪ বিশ্বকাপে তৃতীয় হয়েছিল। সেটাকেই তাঁর দেখা সেরা সাফল্য বলে মনে করছেন ইব্রাও। সেবার মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আসর বসেছিল। ইব্রা অবশ্য দেশের হয়ে বিশ্বকাপের আসরে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবে সুইডেন এবার ভালো কিছু করবে, সেটা মনে করছেন।

প্রসঙ্গত, ১৯৫৮ সালে সুইডেনের ঘরের মাঠে বিশ্বকাপের আসর বসেছিল। সেবার সুইডিশরা ফাইনালে উঠেছিল। এছাড়া ২০ বারের মধ্যে ১১ বার বিশ্বকাপের মূলপর্বে খেলেছে সুইডিশরা। একবার রানার্স, দুবার তৃতীয় স্থান, একবার চতুর্থ স্থানে শেষ করেছে সুইডেন। এবার কী করে সেটাই দেখার।

English summary
Zlatan Ibrahimovic says expectations are high on Sweden in the FIFA World Cup 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X