ফের রাউন্ড হাউস কিক গোল, মেসি-রোনাাল্ডোর ক্লাবে ঢুকলেন ইব্রাহিমোভিচ, দেখুন ভিডিও
ফুটবল বিশ্বে ফের হইচই বাধালেন জ্লাটান ইব্রাহিমোভিচ। ম্যান ইউ ছেড়ে তিনি এই মরসুমে খেলছেন আমেরিকার লস এঞ্জেলেস গ্যালাক্সিতে। সেখানেই শনিবার রাতে একটি আরও একটি রাউন্ড হাউস কিকে দর্শনীয় গোল করে তিনি ঢুকে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও মেসির ক্লাবে।

ছয় পুট পাঁচ ইঞ্চি লম্বা, তাইকোন্ডোয় ব্ল্যাকবেল্টধারী, এই সুইডিস শনিবারের গোলে ছুঁলেন দেশ ও ক্লাব মিলিয়ে ৫০০ গোল করার বিরল রেকর্ড। বর্তমানে খেলেন এরকম আর মাত্র দুজনের এই রেকর্ড আছে, মেসি ও রোনাল্ডো। সেই ক্লাবের তৃতীয় সদস্য হলেন ইব্রা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মোট গোল সংখ্যা এখন ৬৫৮, মেসি আছেন ৬২১য়ে।
খেলার পর ৫০০ গোল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েও ইব্রা বুঝিয়ে দিয়েছেন বয়স এতটুকুও পাল্টায়নি তাঁকে। তিনি বলেন, 'টরোন্টো এফসির জন্য আমি খুশি। ওদেরকে লোকে আমার ৫০০তম শিকার হিসেবে মনে রাখবে।'
পিছন থেকে এলএ গ্যালাক্সির জোনাথন ডস স্যান্টোস ইব্রার উদ্দেশ্যে উঁচু করে বল ভাসান। গলোর দিকে পিছন ঘুরে বলটি প্রায় মাথার উচ্চতা থেকে রাউন্ড হাউস কিকে গোলে পাঠান ইব্রা। টরোন্টোর গোলকিপারের মুগ্ধ হয়ে দেখা ছাড়া উপায় ছিল না। ইব্রার ওই দর্শনীয় গোলে উঠে দাঁড়িয়ে হাততালি দেন টরোন্টোর সমর্থকরাও। তবে ওই দর্শনীয় গোল করেও নিজের ক্লাবকে টরোন্টো এফসির বিরুদ্ধে জেতাতে পারেননি তিনি। এলএ গ্যালাক্সিকে হারতে হয় ৫-৩ গোলে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">ARE YOU SERIOUS? <a href="https://twitter.com/hashtag/Zlatan500?src=hash&ref_src=twsrc%5Etfw">#Zlatan500</a> in the most Zlatan way possible. <a href="https://t.co/CSvyF9vszv">pic.twitter.com/CSvyF9vszv</a></p>— LA Galaxy (@LAGalaxy) <a href="https://twitter.com/LAGalaxy/status/1041121347936563201?ref_src=twsrc%5Etfw">September 16, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ইব্রা জানিয়েছেন এই গোলটি তাঁর প্রথমদিকের ক্লাব আয়াক্সের হয়ে করা একটি গোলের কথা মনে করিয়ে দিয়েছে। জাতীয় দলের জার্সিতে ইব্রার ৬২টি গোল আছে। বাকিগুলি এসেছে, মালমো এফএফ, আয়াক্স, জুভান্টাস, ইন্টারমিলান, বার্সেলোনা, এসি মিলান, প্যারিস সাঁ জাঁ, ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড ও বর্তমান ক্লাব গ্যালাক্সির হয়ে খেলে।
এখনও পর্যন্ত এই মরসুমে তিনি গ্য়ালাক্সির হয়ে ২২টি ম্য়াচে নেমেছেন। গোল করেছেন ১৭টি, করিয়েছেন ৮টি।